For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকার, প্রি কোয়ার্টারে পৌঁছলেন নাদাল

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকার

Google Oneindia Bengali News

চলতি বছর প্রথম অঘটনের সাক্ষী থাকল অস্ট্রেলিয়ান ওপেন। তৃতীয় রাউন্ডের ম্যাচে ২০ বছর বয়সী আমেরিকান প্রতিযোগী আমান্দা আনিসিমোভার বিরুদ্ধে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিজত হলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। ওসাকার বিরুদ্ধে খেলার ফল ৬-৪, ৬-৩ এবং ৭-৬ (১০-৫)।

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকার

কুড়ি বছর বয়সী আমেরিকার প্রতিপক্ষ ম্যাচের শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ওসাকাকে। এ দিন মার্গারেট কোর্ট এরিনায় তৃতীয় সেটে দু'বার ম্যাচ পয়েন্ট বাঁচান আমান্দা। টাইব্রেকারে শুরুতেই ৩-০ ব্যবধানে লিড ধরে নেন আনিসিমোভা। তাঁর ফোরহ্যান্ড এবং কোর্টের লাইন বরাবর নিখুঁত শট এই ম্যাচে ওসাকে হারাতে সাহায্য করে।

ম্যাচের শুরুতে প্রথম সেটে দু'টি ডবল ফল্ট করায় সুবিধা পেয়ে যায় টুর্নামেন্টের ত্রয়দশ বাছাই ওসাকা। সার্ভিস ব্রেক করানোর সুবিধা শেষ পর্যন্ত ধরে রেখেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় সেটে একই ভুল করেননি তরুণ আমেরিকান প্রতিযোগীকে। বরং এই সেটে ওসাকাকে ব্রেক করিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যান আনিসিমোভা। চতুর্থ রাউন্ডে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান প্রতিযোগী অ্যাশ বার্টির মুখোমুখি হবেন আনিসিমোভা।

অপর দিকে, রুদ্ধশ্বাস লড়াই শেষে অস্ট্রেলিয়ান ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল। রাশিয়ার প্রতিপক্ষ কারেন খাচানোভের বিরুদ্ধে ৬-৩, ৬-২, ৩-৬ এবং ৬-১ ব্যবধানে জিতলেন এই স্প্যানিয়ার্ড। প্রথম দুই সেট জিততে কোনও সমস্যা না হলেও তৃতীয় সেটে প্রত্যাবর্তন করেন রুশ খেলোয়াড়। পর পর ব্রেক করিয়ে ৩-৬ ব্যবধানে সেট জেতেন কারেন। কিন্তু চতুর্থ সেটে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকার বিরুদ্ধে ফর্ম ধরে রাখতে পারেননি রুশ তারকা। দীর্ঘ অভিজ্ঞতার নাদালের বিরুদ্ধে এঁটে উঠতে পারেননি তিনি। চতুর্থ সেটে নাদালের পাওয়ার টেনিস এবং নিখুঁত প্লেসিং-এর সামনে দাঁড়াতে পারেননি খেচানভ। রবিবার প্রি-কোয়ার্টার ফাইনালে অষ্টদশ বাছাই আসলান কারাৎসেভ এবং আদ্রিয়ান মান্নারিনোর মধ্যে তৃতীয় রাউন্ডের ম্যাচে জয়ীর বিরুদ্ধে খেলবেন নাদাল।

English summary
Naomi Osaka knocked out from Australian open 2022. Defending champion from japan lost against US contestant Amanda Anisimova in a three set thriller.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X