For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলস ফাইনালে টানটান লড়াই, প্রথম সেটে হেরেও খেতাব জয় সাবালেঙ্কার

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন বেলারুসের আরিনা সাবালেঙ্কা। ফাইনালে তিনি ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ের পর কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন এলেনা রাইবাকিনাকে হারিয়ে।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন বেলারুসের আরিনা সাবালেঙ্কা। আজ ফাইনালে ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে তিনি হারালেন কাজাখস্তানের এলেনা রাইবাকিনাকে। প্রথম সেট রাইবাকিনা জেতার পর দারুণভাবে কামব্যাক করেন সাবালেঙ্কা। পরের দুটি সেট জিতে নিয়ে ২৪ বছরের সাবালেঙ্কা দখলে নেন তাঁর কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব।

অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন সাবালেঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন সাবালেঙ্কা

এই নিয়ে চারটি সাক্ষাতে চারবারই রাইবাকিনাকে পরাস্ত করলেন সাবালেঙ্কা। রড লেভার অ্যারেনায় খেলার ফল ৪-৬, ৬-৩, ৬-৪। এলেনা রাইবাকিনার কোচ ফাইনালের আগে বলেছিলেন, যিনি সার্ভ ভালো করবেন তিনিই এগিয়ে থাকবেন। সাবালেঙ্কা এদিন শুরু করেন দুটো এস মেরে। পাল্টা রাইবাকিনা তিনটি এসের মাধ্যমে নিজের সার্ভ ধরে রাখতে সক্ষম হন। প্রথমে সার্ভ ব্রেক করেন রাইবাকিনা, এরপর সাবালেঙ্কাও প্রতিপক্ষের সার্ভ ব্রেক করতে সক্ষম হন। যদিও দ্বিতীয়বার সার্ভ ব্রেক করে প্রথম সেট জয় নিশ্চিত করার দিকে এগিয়ে যান রাইবাকিনা। সেকেন্ড সার্ভে সমস্যা হচ্ছিল সাবালেঙ্কার। পাঁচটি ডাবল ফল্ট করে বসেন। প্রথম সেটে সাবালেঙ্কাকে এতটুকু জায়গা ছা়ড়েননি রাইবাকিনা।

রাইবাকিনা জেতেন প্রথম সেট

রাইবাকিনা এই প্রথম সাবালেঙ্কার বিরুদ্ধে কোনও ম্যাচে প্রথম সেটেই জয় পেলেন। সেই সঙ্গে চলতি বছর টানা ২০ সেট জেতা সাবালেঙ্কা এদিনই প্রথমবার সার্ভ ব্রেকের মুখে পড়লেন। যদিও দ্বিতীয় সেটেই দারুণভাবে প্রত্যাবর্তন করেন সাবালেঙ্কা। প্রথম দিকেই প্রতিপক্ষের সার্ভ ভাঙেন। এরপর তেমনভাবে পিছনে ফিরে তাকাতেই হয়নি। অনবদ্য ব্যাকহ্যান্ডে রাইবাকিনাকে পর্যুদস্ত করতে সক্ষম হন সাবালেঙ্কা। দ্বিতীয় সেট চলে ১ ঘণ্টা ১৮ মিনিট পর্যন্ত।

পিছিয়ে পড়েই প্রত্যাঘাত

নির্ণায়ক তৃতীয় সেটে দুজনেই সাবধানেই খেলতে থাকেন। একটা সময় স্কোরলাইন ছিল ২-২। দুজনের কেউই তেমন ঝুঁকি নিচ্ছিলেন না। রাইবাকিনা ব্রেক পয়েন্ট বাঁচিতেও সাবালেঙ্কার শক্তিশালী ফোরহ্যান্ডের সামনে পড়ে গেম পয়েন্ট হাতছাড়া করেন। ৩-২ ব্যবধানে এগিয়েও যান। এরপর দুবার ব্রেক পয়েন্ট বাঁচালেও তৃতীয়বার আর পারেননি রাইবাকিনা। ফলে সাবালেঙ্কা ৪-৩-এ লিড নিয়ে নেন। টানটান লড়াই চলতে থাকে। রাইবাকিনা তিনবার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়েও ফেলেন। কিন্তু শেষ অবধি আনফোর্সড এররের খেসারৎ দিতে হয়। এতেই তাঁর হাতছাড়া হয় খেতাব।

কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব

প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় নিশ্চিত করে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন বেলারুসের টেনিস তারকা। প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় নিশ্চিত করে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন বেলারুসের টেনিস তারকা। রাইবাকিনা গত বছর জিতেছিলেন উইম্বলডন খেতাব। অন্যদিকে, বারবার গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালের গেঁরোয় আটকে যাচ্ছিলেন সাবালেঙ্কা। মেলবোর্নে তা কাটিয়ে উঠে চ্যাম্পিয়ন হলেন সাবালেঙ্কা।

English summary
Aryna Sabalenka Defeated Elena Rybakina To Clinch The Australian Open Women's Singles Title. Rybakina Won The First Set But It Was Not Enough At The End.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X