For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধাক্কা খেলেন রজার ফেডেরার, দুই প্রজন্মের দ্বৈরথ থেকে বঞ্চিত জেনেভা

Google Oneindia Bengali News

ফরাসি ওপেনের প্রস্তুতিতে জোর ধাক্কা খেলেন রজার ফেডেরার। এটিপি ক্রমতালিকায় বিশ্বের ৭৫ নম্বরে থাকা পাবলো আন্দুজারের কাছে জেনেভা ওপেনের প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গেলেন সুইশ কিংবদন্তি।

ধাক্কা খেলেন রজার ফেডেরার, দুই প্রজন্মের দ্বৈরথ থেকে বঞ্চিত জেনেভা

১১ মার্চের পর ফের এদিনই প্রথম কোর্টে ফেরেন রজার। তবে সুইৎজারল্যান্ডের মাটিতে তাঁর টানা ৩২টি ম্যাচ জয়ের বিজয়রথ আন্দুজার থামিয়ে দিলেন রীতিমতো অঘটন ঘটিয়ে। ২০১৩ সালের ২৭ অক্টোবর শেষবার দেশের মাটিতে হেরেছিলেন ফেডেক্স, সুইশ ইন্ডোরস বাসেল ফাইনালে তাঁকে হারিয়েছিসেন দেল পোত্রো। চলতি বছর কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর এদিনই প্রথম কোনও টুর্নামেন্টে খেলতে নামেন ফেডেরার। ২০১৯ সালের ফরাসি ওপেনে রাফায়েল নাদালের কাছে সেমিফাইনালে হারের পর এই প্রথম তিনি ক্লে কোর্টেও নামেন। কিন্তু চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে।

গ্রাউন্ডস্ট্রোক নিয়ে ফেডেরারের অস্বস্তিকে কাজে লাগিয়ে প্রথম সেট ৬-৪-এ জিতে নেন আন্দুজার। এরপর ফেডেরার কিছুটা ছন্দে ফিরে দ্বিতীয় সেট জেতেন একই ব্যবধানে। নির্ণায়ক তৃতীয় সেটেও ৪-২-এ এক সময় এগিয়ে ছিলেন ফেডেরার। যদিও শেষরক্ষা হয়নি। ১ ঘণ্টা ৫২ মিনিট ধরে চলা লড়াই জিতে নেন আন্দুজারই।

ফেডেরার হারলেও জেনেভা ওপেন সাক্ষী থাকল সুইৎজারল্যান্ডের আরেক প্রতিভার উদয়ের। রজার ফেডেরারের সামনেই এটিপি ট্যুর অভিষেকে জয় পেলেন ১৮ বছরের ডমিনিক স্ট্রিকার। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা স্ট্রিকার প্রথম রাউন্ডে জিতলেন অঘটন ঘটিয়েই। ২০১৪ যুক্তরাষ্ট্র ওপেনের চ্যাম্পিয়ন মারিন সিলিচকে হারিয়ে। গত বছর ফরাসি ওপেনের জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন স্ট্রিকার ক্রমতালিকায় আছেন ৪১৯-এ। তিনি দ্বিতীয় রাউন্ডে উঠলেন ৭-৬(৫), ৬-১ সেটে জিতে। ফেডেরার যদি না হারতেন তাহলে কোয়ার্টার ফাইনালে স্ট্রিকার দেশের কিংবদন্তির বিরুদ্ধে খেলার সুযোগ পেতেন।

English summary
Pablo Andujar Upsets Roger Federer In The First Round Of Geneva Open. World No. 75 Andujar Bounced Back From 2-4 Down In The Deciding Set To Knock Swiss Superstar Out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X