For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার পর এবার অভিষেকের বাঁকুড়া সফর! 'নব জোয়ারের ধাক্কায়' পিছিয়ে গেল কলেজের পরীক্ষা

  • By তিমির কান্তি পতি
  • |
Google Oneindia Bengali News

সাময়িক বিরতির পর দলের 'নবজোয়ার' কর্মসূচিতে ফের বাঁকুড়ায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল তিনটেয় তাঁর চপারযোগে বাঁকুড়ার মাটিতে পা রাখার কথা। আর সেই কারণে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করেছে প্রশাসন।

এই পরিস্থিতিতে 'কলেজ ক্যাম্পাসে পুলিশ ফোর্স থাকার জন্য' সোম ও মঙ্গলবার পূর্বনির্ধারিত সব পরীক্ষা বাতিল করেছে বিষ্ণুপুর রামানন্দ কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্যাডে অধ্যক্ষ সোমা ঘোড়ই স্বাক্ষরিত তারিখ বিহীন এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা পিছিয়ে দেওয়া কথা বলা হয়েছে।

নব জোয়ারের ধাক্কায় পিছিয়ে গেল কলেজের পরীক্ষা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেকেন্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে কলেজ ক্যাম্পাস এ পুলিশ ফোর্স থাকার জন্য ২২ ও ২৩ মে'র নির্ধারিত রুটিন অনুযায়ী ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা গুলির ডেট পিছিয়ে দেওয়া হল। ২৪ মে তারিখ থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী আবার ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা গুলি আবার হবে।

প্রসঙ্গত, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকালে গত ১৭ ফেব্রুয়ারি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে একইভাবে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট প্রথম বর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছিল।

নব জোয়ারের ধাক্কায় পিছিয়ে গেল কলেজের পরীক্ষা

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস পরীক্ষা পিছিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, স্কুল গুলিতে গ্রীষ্মের ছুটি চলছে, সেখানে পুলিশ কর্মীদের রাখা যেতো না? রামানন্দ কলেজের এই ঘটনা আরও একবার প্রমাণ করল শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ফেলার চেষ্টা চলছে, অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা।

রামানন্দ কলেজের অধ্যক্ষ স্বপ্না ঘোড়ই কলেজে পুলিশ থাকার কারণেই পরীক্ষা বন্ধের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন আলোচনা করেই ওই পরীক্ষার তারিখ জানানো হবে। তবে 'মিটিং ফিটিং কিছু একটা আছে, আইসি-র কাছ থেকে চিঠি পেয়ে তিনি পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন।

English summary
Internal assessment exam of Ramananda College in Bishnupur hasbeen postpond due to Abhishek Banerrjee's Naba Joyar yatra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X