For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

MD Salim: শিক্ষক নিয়োগে ২ দুর্নীতিবাজ বাইরে! তৃণমূলের জন্ম বৃত্তান্ত-মমতাকে কটাক্ষ মহঃ সেলিমের

প্রধান-উপপ্রধান যাঁরা ঘরের টাকা চুরি করেছেন, ১০০ দিনের টাকা চুরি করেছেন তারা বাড়িতে থাকতে পারবেন না। এদিন বাঁকুড়ার তালড্যাংড়ায় গিয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। পঞ্চায়েত নির্বাচন আদৌ শান্তি

  • |
Google Oneindia Bengali News

প্রধান-উপপ্রধান যাঁরা ঘরের টাকা চুরি করেছেন, ১০০ দিনের টাকা চুরি করেছেন তারা বাড়িতে থাকতে পারবেন না। এদিন বাঁকুড়ার তালড্যাংড়ায় গিয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। পঞ্চায়েত নির্বাচন আদৌ শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দু-মমতার মধ্যে আলোচনার বিষয় বস্তু কী ছিল তা নিয়েও প্রশ্ন রয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদকের।

তৃণমূল তৈরি আরএসএস-এর টাকায়

তৃণমূল তৈরি আরএসএস-এর টাকায়

এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক তালডাংড়ায় অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল আরএসএসের টাকায়। বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরায় সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা দ্বিতীয় সম্মেলনে যোগ দিতে তিনি দুর্গাপুর হয়ে বাঁকুড়ায় এসেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, 'বাংলার মাটি দূর্জয় ঘাঁটি, এখানে যদি হিন্দু-মুসলমান, মন্দির-মসজিদ যদি না আনা হয় তবে এখানকার মানুষের ঐক্যকে ভাঙ্গা যাবে না। রাম জন্মভূমি আন্দোলন থেকে 'বিজেপির কোলে মমতা চাপা'র পরেও সফলতা আসেনি। তাই মমতাকে মমতাজ সাজিয়ে' আর.এস.এস বাজারে বিক্রির চেষ্টা করেছে আর গোটা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, ঐক্য, সম্প্রীতি, শিল্প, কৃষি সব ধ্বংস হয়েছে। বর্তমান সময়ে গ্রামে গ্রামে 'আর.এস.এসের উথ্থানের পিছনে এক ও একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস দায়ী' বলে তিনি অভিযোগ করেছেন।

কেন পদত্যাগ করছেন তৃণমূলের নেতারা

কেন পদত্যাগ করছেন তৃণমূলের নেতারা

তৃণমূলের নেতারা পঞ্চায়েতের পদ ত্যাগ করছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে মহঃ সেলিম বলেন, তৃণমূলে শুভেন্দুর লোক রয়েছে। আবার বিজেপিতে মমতার লোক রয়েছে। পঞ্চায়েতের তৃণমূলের নেতাদের কেন পদত্যাগ করতে বলা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল বলছে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত। তাহলে কি গত ১০ বছর ধরে দুর্নীতি যুক্ত পঞ্চায়েত চালিয়েছে তৃণমূল? আর ২০১৮ সালে যখন ভোট লুট করা হয়েছিল, তখন মনে ছিল না লুটেরাদের হাতে পঞ্চায়েত তুলে দেওয়া হচ্ছে।

বৈঠকের বিষয়বস্তু কী ছিল?

বৈঠকের বিষয়বস্তু কী ছিল?

রাজ্যে ২০২৩-র পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সি.পি.আই.এম রাজ্য সম্পাদক মহঃ সেলিম 'এরাজ্যে আদৌ পঞ্চায়েত নির্বাচন হবে তো' প্রশ্ন তুলে বলেন, শুভেন্দু-মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়, দার্জিলিং এ হিমন্ত বিশ্বশর্মা-মমতা বন্দ্যোপাধ্যায়-জগদীপ ধনকড়ের মধ্যে বৈঠকে কী হয়েছিল তা কি জানা আছে? তিনি বলেন, বাংলার সংবাদ মাধ্যমে কে কার বউকে নিয়ে ভেগেছে, পার্থ কী বলেছে, তাই নিয়ে ব্যস্ত। তিনি বলেছেন, পঞ্চায়েত নির্বাচনকে 'ভয় পাচ্ছে তৃণমূল-বিজেপি দু'জনই'। এই মুহূর্তে 'গণতন্ত্র সঙ্কুচিত'। ২০১৮-র পঞ্চায়েত ভোটে লুঠের কারিগর মমতার সেনাপতি শুভেন্দু এখন বিজেপির। তৃণমূল ও বিজেপি উভয়েই ২০২৪-এর আগে আনকন্টেস্টেড থাকতে চাইছে বলে মন্তব্য করেছেন তিনি।

 শিক্ষক নিয়োগে বড় দুর্নীতিবাজ জেলের ভিতরে

শিক্ষক নিয়োগে বড় দুর্নীতিবাজ জেলের ভিতরে

মহঃ সেলিম বলেছেন, তৃণমূলের সবচেয়ে বড় অপরাধী মুকুল রায় আর শুভেন্দু অধিকারী। 'একজন বিজেপির সেল্টার নিয়ে বেঁচেছে আর একজন সেল্টার নিয়ে আছে'। শিক্ষক নিয়োগে সব থেকে বড় দুর্নীতিবাজ পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকলেও ব্রাত্য বসু ও শুভেন্দু অধিকারী বাইরে আছে।
এদিন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা দ্বিতীয় সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশ শুরুর আগে তালডাংরায় এক মিছিলে পথ হাঁটেন বাম নেতা কর্মীরা। মিছিলের পুরোভাগে ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহঃ সেলিম, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোরঞ্জন পাত্র, দেবলীনা হেমব্রম সহ অন্যরা।

Election Commission: দেশের যে কোনও জায়গা থেকে দেওয়া যাবে ভোট! রিমোট ভোটিং চালু নির্বাচন কমিশনেরElection Commission: দেশের যে কোনও জায়গা থেকে দেওয়া যাবে ভোট! রিমোট ভোটিং চালু নির্বাচন কমিশনের

English summary
CPIM's MD Salim targets Suvendu Adhikari, Mamata banerjee, BJP, RSS from Bankura Taldangra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X