For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের নেতা-কর্মীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন! মঞ্চে মেজাজ হারালেন মলয় ঘটক

রাজ্যের মনতুন পঞ্চায়েত (Panchayat) মন্ত্রী (minister) তথা জেলার নতুন মন্ত্রী প্রদীপ মজুমদারের (Pradip Majumdar) পাশাপাশি রাজ্যের অন্যতম মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) সংবর্ধনা জানানোর জন্য অনুষ্ঠান। আসানসোলের রবীন

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের নতুন পঞ্চায়েত (Panchayat) মন্ত্রী (minister) তথা জেলার নতুন মন্ত্রী প্রদীপ মজুমদারের (Pradip Majumdar) পাশাপাশি রাজ্যের অন্যতম মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) সংবর্ধনা জানানোর জন্য অনুষ্ঠান। আসানসোলের রবীন্দ্র ভবনে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েই মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বললেন মঞ্চে উঠতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। কিন্তু কেন তিনি একথা বললেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে তৃণমূলের (Trinamool Congress) নেতা-কর্মীদের মধ্যে।

মন্ত্রীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান

মন্ত্রীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান

রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন প্রদীপ মজুমদার। তাঁকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটকের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আসানসোলের রবীন্দ্রভবনে। সেখানে তৃণমূলের জেলা নেতৃত্ব ছাড়াও হাজির ছিলেন স্থানীয় ছোট-বড় নেতাএবং দলের কর্মীরা। ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অসিমুল হক, উজ্জল চট্টোপাধ্যায়, অশোক রুদ্র সহ তৃণমুল নেতৃত্ব।

পঞ্চায়েত ভোট নিয়ে প়ঞ্চায়েত মন্ত্রী

পঞ্চায়েত ভোট নিয়ে প়ঞ্চায়েত মন্ত্রী

এদিন অনুষ্ঠান শেষে রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে সাংবাদিকরা প্রশ্ন করেন রাজ্যে এসএসসি দুর্নীতি এবং ইডি-সিবিআই-এর অভিযানের কোনও প্রভাব পঞ্চায়েত ভোটে পড়বে কিনা। এব্যাপারেপঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ভোট মানুষের সমর্থনে হয়, সেই কারণে কোনও প্রভাব পড়বে না। তিনি বলেন, সরকার মানুষকে কতটা সুবিধা দিতে পেরেছে তার নিরিখে হয়। তৃণমূস সরকার সাধারণ মানুষকে যে সুবিধা দিতে পেরেছে, তা মানুষ জানেন। তবে ইডি-সিবিআই-এর অভিযানে প্রভাব পড়ার কথা যা বলা হচ্ছে, তাকে তিনি অপপ্রচার বলেই মন্তব্য করেছেন। তিনি বলেন, সেই অপপ্রচারে সাধারণের মনে কনফিউশন তৈরি হয়। তবে সহকর্মীরা (অর্থাৎ দলের নেতা কর্মীরা) মানুষ কতটা সুবিধা পেয়েছেন, এই সরকারের থেকে, তা স্মরণ করিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন।

ভোটে কি টাকা উদ্ধারের প্রভাব পড়বে

ভোটে কি টাকা উদ্ধারের প্রভাব পড়বে

পঞ্চায়েত ভোটে কি বিপুল পরিমাণে টাকা উদ্ধারের কোনও প্রভাব পড়বে? এব্যাপারে প্রদীপ মজুমদার বলেন, বিপুল পরিমাণ টাকা উদ্ধারের নিয়ে তাঁর জ্ঞান নেই। এব্যাপারে তিনি কোনও মন্তব্য করবেন না। সঙ্গে তিনি আরও বলেন, কার টাকা, কার কাছ থেকে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কীভাবে নেতারা যুক্ত, সব বিষয়ই আদালতের বিচারাধীন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরই তিনি দেখেছেন বলে জানিয়েছেন।

মঞ্চে মেজাজ হারালেন মলয়

মঞ্চে মেজাজ হারালেন মলয়

এদিন আসানসোলের রবীন্দ্রভবন মঞ্চে অনুষ্ঠানের আয়োজক তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীদের ভিড় দেখে মেজাজ মলয় ঘটকের মেজাজ বিগড়ে যায়। তিনি মঞ্চে উঠে বলেন, একটা দল ও সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন সেই দল বা সংগঠনে
শৃঙ্খলা থাকে। তিনি বলেন, অনুষ্ঠানে এসেই দেখেছেন মঞ্চে প্রায় ৩০০ লোক। সেব্যাপারে মলয় ঘটক বলেন, মঞ্চে ওঠার জন্য যোগ্যতা লাগে। যেদিন কেউ যোগ্যতা অর্জন করবেন, সেদিন তাঁকে ডেকে নেওয়া হবে। যেদিন যোগ্যতা হবে সেই দিন
আপনারা স্টেজে সহসায় আসতে পারবেন ।

 সোমবার এসএসসির চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর! আলোচনায় নিয়োগ-জট খোলা নিয়ে আশাবাদী সবাই সোমবার এসএসসির চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর! আলোচনায় নিয়োগ-জট খোলা নিয়ে আশাবাদী সবাই

English summary
State minister Malay Ghatak loses his temper on TMC's programme stage in Asansol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X