For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি উদ্যোগে কাটোয়ায় ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি

সরকারি উদ্যোগে কাটোয়ায় ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বাজারে চড়া আলুর দাম। অবশেষে সরকারি ব্যবস্থাপনায় ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হল কাটোয়ায়।

বৃহস্পতিবার থেকে রাজ্য সরকারের কৃষিজ বিপনন দফতর ও পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এবং নিয়ন্ত্রিত বাজার কমিটির ব্যবস্থাপনায় কাটোয়া শহরের আরএমসি মার্কেটে আলু বিক্রি শুরু করা হয়েছে।

সরকারি উদ্যোগে কাটোয়ায় ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি

উৎসবের মরশুমে আলুর দাম এক ধাপে অনেকটা বেড়ে যায়। আলু কারবারিরা ইচ্ছাকৃতভাবে আলুর দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলে চড়া দামেই আলু কিনতে হচ্ছিল কাটোয়ার ক্রেতাদের । বৃহস্পতিবার পর্যন্ত কাটোয়ার সব্জি বাজারে আলু কেজি প্রতি ৩৮ - ৪০ টাকায় বিক্রি হচ্ছিল বলে জানা গেছে । এরপর সরকারিভাবে যদি আলু বিক্রি না করা হত তাহলে কালীপুজোতে আলুর দাম সাধারন মানুষের নাগালের বাইরে চলে যেত বলে মনে করছে স্থানীয় মানুষ।

এদিন সরকারি উদ্যোগে কাটোয়া শহরে পাঁচঘড়ায় আরএমসি মার্কেটে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি শুরু করা হয়েছে। বাজার মুল্যের থেকে কেজি প্রতি অনেকটা দাম কম হওয়ায় স্বভাবতই আলু কেনার জন্য লম্বা লাইন পড়ে যায় । স্থানীয়দের দাবি, নতুন আলু না ওঠা পর্যন্ত এই কাউন্টার চালানো হোক। তাতে গৃহস্থের অনেকটা সাশ্রয় হবে।

ছটপুজোয় ভিড় নিয়ন্ত্রণ কীভাবে, গাইডলাইন জানতে চাইল হাইকোর্টছটপুজোয় ভিড় নিয়ন্ত্রণ কীভাবে, গাইডলাইন জানতে চাইল হাইকোর্ট

English summary
Potato sell 25 rs per kg in Katwa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X