For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ন্যাশানাল ক্রাইম' বলল সিবিআই! বীরভূমে ঢুকবেন না বলেও সওয়াল অনুব্রতের

বৃহত্তর পরিকল্পিত ষড়যন্ত্র। ন্যাশানাল ক্রাইম। শুনানিতে এমনটাই সওয়াল সিবিআইয়ের। সিবিআই হেফাজত শেষে আজ বুধবার আসানসোল আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে। প্রায় ১ ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে সওয়াল-জবাব চলে। যেখানে অনুব্রত মণ্ডলের

  • |
Google Oneindia Bengali News

বৃহত্তর পরিকল্পিত ষড়যন্ত্র। ন্যাশানাল ক্রাইম। শুনানিতে এমনটাই সওয়াল সিবিআইয়ের। সিবিআই হেফাজত শেষে আজ বুধবার আসানসোল আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে। প্রায় ১ ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে সওয়াল-জবাব চলে। যেখানে অনুব্রত মণ্ডলের তরফে একাধিক যুক্তি তুলে ধরা হয়।

পাশাপাশি অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন জানান আইনজীবীরা। যদিও তা ঠেকাতে সিবিআইয়ের তরফে পালটা যুক্তি তুলে আনেন। আর তা বলতে গিয়েই গরু কেলেঙ্কারিকে ন্যাশানাল ক্রাইম বলে উল্লেখ সিবিআইয়ের। শুধু তাই নয়, বৃহত্তর ষড়যন্ত্র বলেও দাবি কেন্দ্রীয় আইনজীবীদের।

একাধিক জন অনুব্রত মণ্ডলের নাম নিয়েছেন

একাধিক জন অনুব্রত মণ্ডলের নাম নিয়েছেন

এদিন সিবিআইয়ের তরফে বেশ কয়েকটি বিষয়কে তুলে আনা হয়। সিবিআই আইনজীবীরা জানান, এই মামলার তদন্তে একাধিক ব্যক্তির ১৬৪ অর্থাৎ গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। সেখানে একাধিক জন অনুব্রত মণ্ডলের নাম নিয়েছেন বলে দাবি আইনজীবীদের। এমনকি প্রভাবশালী তত্ত্বে অনিব্রত মণ্ডলের জামিনের তীব্র বিরোধীতা জানানো হয় সিবিআইয়ের তরফে। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবীরা জানান, অনুব্রত মন্ডল এতটাই প্রভাবশালী যে একজন সরকারি ডাক্তারকে জোর করে বিশ্রামের কথা লিখিয়ে নিয়েছেন। অনুব্রতকে জামিন দেওয়া মানে প্রমাণ নষ্ট হতে পারে বলেও আশঙ্কা সিবিআইয়ের আইনজীবীর।

প্রচুর সম্পত্তি পাওয়া গিয়েছে

প্রচুর সম্পত্তি পাওয়া গিয়েছে

অন্যদিকে প্রচুর টাকার উৎস পাওয়া গিয়েছে বলেও এদিন সওয়াল জবাবে বলেন সিবিআই আইনজীবী। এমনকি আয় বহির্ভূত প্রচুর সম্পত্তি পাওয়া গিয়েছে বলেও দাবি আইনজীবীদের। পাশাপাশি তাঁর অঙ্গুলি হেলনে গিরু পাচার হয়েছে বলেও দাবি সিবিআই আইনজীবীদের। এমনকি অনুব্রতের নির্দেশে এনামুল হোক দেহরক্ষী সায়গলকে টাকা দিত বলেও দাবি আইনজীবীদের। অন্যদিকে জেল হেফাজতের আবেদন জানাল সিবিআই। অনুব্রত মণ্ডলের নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন জানাল না সিবিআই। প্রভাবশালী তত্ত্বে জামিনের বিরোধীতা সিবিআইয়ের।

কি বললেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা

কি বললেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা

তবে এদিন অনুব্রত মণ্ডলের অসুস্থতার প্রসঙ্গ টেনে জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবীরা। এমনকি এদিন আদালত কক্ষের মধ্যে অস্কিজেন সিলিন্ডার এনে রাখা হয়। তবে এদিন শুনানিতে অনুব্রতের আইনজীবীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বলে জানা যাচ্ছে। যেমন সিবিআই অনুব্রতকে টার্গেট করছে বলেও এদিন সওয়ালে তুলে ধরেন আইনজীবী। তেমন কোনও প্রমান সিবিআইয়ের কাছে নেই বলেও দাবি এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী। মুখ্যমন্ত্রী আমাকে চেনেন এটা কি প্রভাবশালী হয়ে গেল? পাশপাশি যে কোনও শর্তে অনুব্রতের জামিন চান আইনজীবী। বলেন প্রয়োজনে বীরভূমে ঢুকব না। নিজাম প্যালেসের পাশে বাড়ি ভাড়া নিয়ে থাকব।

কিন্তু দীর্ঘ শুনানি শেষে আদালত অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

'হুজুর মঙ্গলবার টিভিতে যা দেখলাম...', হাত জোড় করে কেন এমন মন্তব্য অনুব্রতর 'হুজুর মঙ্গলবার টিভিতে যা দেখলাম...', হাত জোড় করে কেন এমন মন্তব্য অনুব্রতর

English summary
Anubrata Mondal claims he will not go to Birbum, if gets bail, in Court during hearing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X