For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চোখের আলো' দেখাতেও কাটমানি ভাইপোর, উত্তরবঙ্গে অভিষেককে নিশানা শুভেন্দুর

'চোখের আলো' দেখাতেও কাটমানি ভাইপোর, উত্তরবঙ্গে অভিষেককে নিশানা শুভেন্দুর

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সরকারের নতুন প্রকল্পেও কাটমানি খাওয়ার কাজ চলছে। উত্তরবঙ্গের জনসভা থেকে এমনটাই অভিযোগ করলেন বিজেপি (bjp) নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এব্যাপারে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই (abhishek banerjee) নিশানা করেছেন। পাল্টা তৃণমূলের তরফে এই দাবিকে অসত্য বলে মন্তব্য করা হয়েছে।

রাজ্য সরকারের নতুন প্রকল্প 'চোখের আলো'

রাজ্য সরকারের নতুন প্রকল্প 'চোখের আলো'

ভোটমুখী বঙ্গে বছরের শুরুতে নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম চোখের আলো। এক সপ্তাহের মধ্যে সেই প্রকল্পের কাজ শুরুও হয়ে যায়। এই প্রকল্পে রাজ্যের সবাই বিনামূল্যে চোখের চিকিৎসা করাতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই প্রকল্পের মাধ্যমে আগামী ৫ বছরে বিনামূল্যে ২০ লক্ষ বয়স্ক মানুষের ছানি অপারেশন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়ার কথাও বলা হয়েছে এই প্রকল্পে। এছাড়াও এই প্রকল্পে সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের বিনামূল্যে চোখের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে চশমা দেওয়ার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে রাজ্যের ১২০০ গ্রাম পঞ্চায়েত এবং শহরের ১২০ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই প্রকল্প চালু করা হয়েছে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে সব পঞ্চায়েত ও পুরসভাকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

নতুন প্রকল্প নিয়ে ভাইপোকে নিশানা

নতুন প্রকল্প নিয়ে ভাইপোকে নিশানা

রাজ্য সরকারের নতুন ঘোষিত প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, চাল চুরি, ত্রিপল চুরির পরে এবার চশমা বিলিও দুর্নীতি হচ্ছে। সরাসরি তিনি বলেন রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পে দুর্নীতি হয়েছে। নাম না করে তিনি বলেছেন, চোখের আলো প্রকল্পে কাটমানি আছে। চশমা বিলি থেকেও ভাইপো অ্যান্ড কোম্পানির কমিশন রয়েছে। এই প্রকল্পে ২৫ শতাংশ কাটমানির অভিযোগ করে শুভেন্দু অধিকারীর বলেছেন, যে চশমা দেওয়া হবে, তাতে মানুষ দেখতে পাবে না। এছাড়াও শুভেন্দু অধিকারী ভাইপো ও পিসিকে তোলাশ্রী ও মিথ্যাশ্রী দেওয়ার কথা বলে কটাক্ষ করেছেন।

 তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া

তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া

বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা তারক সিং বলেছেন, অসত্য কথা বলা হচ্ছে। শুধু শুধু একটা লোককে কেন চোর বলা হবে প্রশ্ন করে তিনি বলেছেন এমন রাজনীতি আগে দেখেননি।

 পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায় তৃণমূল

পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায় তৃণমূল

এছাড়াও শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায়। একইসঙ্গে তিনি দাবি করেছেন, বিধানসভা ভোটে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসবে বিজেপি। নরেন্দ্র মোদী আর অমিত শাহের স্লোগান ১৯-এ হাফ আর ২০২১-এ সাফ ফলতে চলেছে বলেও দাবি করেছেন তিনি।

'টুলকিট' কাণ্ডে দিশা রবির গ্রেফতারি ঘিরে নিন্দার ঝড়, কী বলছেন চিদাম্বরম-ইয়েচুরিরা?'টুলকিট' কাণ্ডে দিশা রবির গ্রেফতারি ঘিরে নিন্দার ঝড়, কী বলছেন চিদাম্বরম-ইয়েচুরিরা?

English summary
West Bengal Election 2021: Suvendu Adhikari alleges abhishek banerjee is getting cutmoney from Chokher Alo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X