For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেয়ারে বসে আগ্নেয়াস্ত্র হাতে সেলফি তুললেন তৃণমূল নেত্রী! ছবি ভাইরাল হতেই চরম অস্বস্তিতে শাসক

গত কয়েকদিন আগেই এক তৃণমূল নেতাকে প্রকাশ্যে বন্দুক চালাতে দেখা যায়। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে। ঘটনা প্রকাশ্যে আসলেই রাতারাতি গ্রেফতার করা হয় অ

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন আগেই এক তৃণমূল নেতাকে প্রকাশ্যে বন্দুক চালাতে দেখা যায়। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে। ঘটনা প্রকাশ্যে আসলেই রাতারাতি গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই নেতাকে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বিতর্ক।

ছবি ভাইরাল হতেই চরম অস্বস্তিতে শাসক

এবার খোদ বন্দুক হাতে তৃণমূল নেত্রী। শুধু হাতে নেওয়া হয়, একেবারে চেয়ার বসে আগ্নেয়াস্ত্র হাতে সেলফি তুললেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি। পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতিতেও রয়েছেন তিনি। আর এই ঘটনা সামনে আসতেই চরম অস্বস্তিতে তৃণমূল শিবির।

শুধু তাই নয়, ঘটনায় স্থম্ভিত জেলা আধিকারিকরাও। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওই তৃণমূল নেত্রীর ছবি। আর এই ঘটনা সামনে আসতেই জোর বিতর্ক তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতরও। এই ঘটনা সম্পর্কে স্থানীয় বিজেপি নেতার দাবি, এই ঘটনা প্রমাণ করে যে এটাই তৃণমূলের সংস্কৃতি।

একেবারে চেয়ারে বসে এভাবে বন্দুক হাতে ছবি কীভাবে ওই নেত্রী তুললেন তা নিয়ে প্রশ্ন বিজেপি নেতার। অবিলম্বে ওই নেত্রীকে গ্রেফতারের দাবি তোলা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও এক তৃণমূল নেতার দাবি, পুরো বিষয়টিকেই দলের শীর্ষ নেতৃত্বকে দেখানো হয়েছে। তাঁরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তবে নেত্রীর এই ছবি ভাইরাল হওয়ার পরে দলের মধ্যেই তাঁর বহিস্কারের দাবি উঠেছে। তবে এই বিষয়ে তৃণমূল সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ''সরকারি চেয়ারে বসে এই ধরনের কাজ বাঞ্ছনীয় নয়। আগ্নেয়াস্ত্রটি খেলনা না আসল সেটা পুলিশ অনুসন্ধান করে বলবে। তবে, আমি যেটা ছবিতে দেখলাম তাতে মনে হচ্ছে এটা আসল আগ্নেয়াস্ত্র।''

তবে এই ঘটনার পরে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত তৃণমূল নেত্রীর। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতির বিতর্কের শেষ নেই। একের পর এক বিতর্কে জড়য়েছেন। কিন্তু প্রভাব থাকায় সেভাবে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। এমনটাই তৃণমূল সূত্রের খবর।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে রয়েছেন তৃণমূল নেত্রী। আর একহাতে বন্দুক নিয়ে সেলফি তুলছেন। যদিও এই ছবি সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

উল্লেখ্য, এই মুহূর্তে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মালদহতেই রয়েছেন তিনি। জেলা আধিকারিক সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আর তার আগে এই ছবি ভাইরাল হতেই চরম অস্বস্তি পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

English summary
TMC leader takes selfie with arms in hand, raises controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X