For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোগীদের বেরোনোর দরজা খোলা, ঋতব্রতকে পাশে রেখে ভোটের টিকিট নিয়ে বার্তা মমতার

ভোগীদের বেরোনোর দরজা খোলা, ঋতব্রতকে পাশে নিয়ে ভোটের টিকিট নিয়ে বার্তা মমতার

Google Oneindia Bengali News

আলিপুর দুয়ারের কর্মিসভা থেকে ফের বেসুরোদের কড়া বার্তা মমতার। যাঁরা দল থেকে যেতে চান এখনই চলে যান। ভোগীদের জন্য রাস্তা খোলা রয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোটের টিকিট টাকায় বিক্রি হয় না। ভোগীদের জন্য দরজা খোলা রয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে কর্মীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে থাকতে হলে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে কর্মীদের সতর্ক করেছেন মমতা।

কর্মীদের কড়া বার্তা

কর্মীদের কড়া বার্তা

যাঁরা দল ছেড়ে যেতে চান চলে যান। নির্বাচন ঘোষণা হতে এখনও সাত-আটদিন সময় রয়েছে। ভোগীদের জন্য দরজা খোলা রয়েছে। বিজেপি বিজেপি দলটা লোভে ভোগে ভরে গিয়েছে। তৃণমূলে থাকতে হলে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে। তৃণমূলের ভোটের টিকিট টাকায় বিক্রি হয় না। রাজীব শুভেন্দুদের ইঙ্গিত করে আলিপুরদুয়ারের সভা থেকে কর্মীদের কড়া বার্তা দলনেত্রী মমতার। আলিপুরদুয়ারে দলের দায়িত্বে ঋতব্রতর হাতে দিয়েছিলেন মমতা। আলিপুরদুয়ারের কর্মিসভায় ঋতব্রতকে পাশে রেখেই কর্মীদের কড়া বার্তা দিয়েছেন মমতা।

এনআরসি নিয়ে সরব

এনআরসি নিয়ে সরব

এনআরসি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই এনআরসি লাগুর জন্য বাড়তি সময় পেয়েছে মোদী সরকরা। বাংলা সহ চার রাজ্যের ভোটকে মাথায় রেখেই বিজেপি এই কৌশন নিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। মতুয়া ভোটকে টার্গেট করতে এনআরসি নিয়ে এবার প্রচার ময়দানে ঝাঁপাবে বিজেপি। ইতিমধ্যেই ঠাকুরনগরে অমিত শাহের সভা নিয়ে তোরজোর শুরু হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের সভা থেেক মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছেন, রাজ্যে কিছুতেই এনআরসি চালু হতে দেবেন না তিনি। অসম, ত্রিপুরায় এনআরসি লাগু করে অত্যাচার করছে বিজেপি প্রকাশ্যে অভিযোগ করেছেন মমতা।

দলে ভাঙন

দলে ভাঙন

শাসক দলে ভাঙন ক্রমশ চওড়া হচ্ছে। উত্তরবঙ্গে এখনও তেমন ভাঙন শুরু না হলেও দক্ষিণ বঙ্গে এক প্রকার ধস নামতে শুরু করেছে শাসক দলে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক। গতকাল আবার ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস বিধায়কও বিজেপিতে যোগ দিয়েছেন। তারপরেই দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন মমতা। দলের টিকিট টাকায় বিক্রি হয় না বলে বিজেপিকে ইঙ্গিত করে হুঙ্কার দিয়েছেন মমতা। বিজেপি বাংলার বিসর্জন চায় বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

বাঙালি-অবাঙালি রাজনীতি

বাঙালি-অবাঙালি রাজনীতি

আলিপুরদুয়ারে আদিবাসী ভোটকে টার্গেট করে বাজেটে চা-শ্রমিকদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। বাজেট নিয়ে এদিন তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেছেন জন বিরোধী বাজেট করেছে মোদী সরকার। চা বাগান খুলতে পারছে না আবার চা শ্রমিকদের উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করছে। ধর্মের রাজনীতির সঙ্গে এখন বাঙালি-অবাঙালি রাজনীতিও শুরু করেছে বিজেপি। আক্রমণ শানিয়েছেন মমতা।

মমতার দলের 'রাম-লক্ষ্মণ’কে পেয়েই সন্তুষ্ট বিজেপি, পরবর্তী যোগদান মেলা নিয়েও বার্তামমতার দলের 'রাম-লক্ষ্মণ’কে পেয়েই সন্তুষ্ট বিজেপি, পরবর্তী যোগদান মেলা নিয়েও বার্তা

English summary
TMC leader Mamata Banerjee slams Rajib Banerjee and Suvendu Adhikari from Alipurduar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X