For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক আসনে যুদ্ধ জয়ে ১৩ দলীয় পর্যবেক্ষক! ২০২১-এর আগে আর এক ভোটে পিকের পরিকল্পনা

এক আসনে যুদ্ধ জয়ে ১৩ দলীয় পর্যবেক্ষক! ২০২১-এর আগে আরেক ভোটে পিকের পরিকল্পনা

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা নির্বাচনের দেরি আছে এখনও সাত-আট মাস। তবে তার আগেই হতে চলেছে উত্তরবঙ্গের ফালাকাটা বিধানসভার উপনির্বাচন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গে পা রাখতে না পারলেও, ফালাকাটা নিয়ে আশাবাদী। বিধানসভার চূড়ান্ত যুদ্ধের আগে এলাকায় নিজেদের অবস্থান যাচাই করে নিতে চাইছে শাসকদল।

১৩ পর্যবেক্ষক নিয়োগ

১৩ পর্যবেক্ষক নিয়োগ

বিধানসভার চূড়ান্ত যুদ্ধের আগে ভাল ফল চাই দলের তরফে। সেই কারণে ফালাকাটা ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ১৩ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শাসক দল। এই পর্যবেক্ষকরা এলাকায় তৃণমূলের অবস্থানকে আরও দৃঢ় করবে বলেই মনে করছে শাসকদলের থিঙ্কট্যাঙ্ক।

ভোটের প্রচার পরিচালনায় ৩০ পর্যবেক্ষক

ভোটের প্রচার পরিচালনায় ৩০ পর্যবেক্ষক

সূত্রের খবর অনুযায়ী, এছাড়াও ভোটের প্রচার পরিচালনা আরও শক্তিশালী করার জন্য ৩০ জন দলীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে তৃণমূল। এঁরাও দলকে বলে দেবেন এলাকা ভিত্তিক ভোটের প্রচারের নির্দিষ্ট প্রয়োজনীয়তার কথা।

রণনীতির দায়িত্বে পিকে!

রণনীতির দায়িত্বে পিকে!

দলের তরফে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফালাকাটার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পড়ে রয়েছেন সেখানে। সর্বোপরি রয়েছেন প্রশান্ত কিশোর। ২০২১-এর চূড়ান্ত লড়াইয়ের আগে ফালাকাটা নিজেদের হাতেই রাখতে চায় তৃণমূল। তা করতে বিজেপির মোকাবিলা করা ছাড়াও, কীভাবে ঘাসফুল শিবিরের ভোট আরও বাড়িয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনাও রয়েছে।

বাড়ি বাড়ি প্রচার শুরু তৃণমূলের

বাড়ি বাড়ি প্রচার শুরু তৃণমূলের

ফালাকাটার ভোচ কবে হবে, তা সঠিকভাবে জানা না গেলেও, ইতিমধ্যেই সেখানে বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। এই লড়াইয়ে তারা বিজেপিকে পরাস্ত করতে পারবেন বলে আশাবাদী বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

ধারাবাহিক হত্যাকাণ্ড তৃণমূলের! গোঘাট নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ ধারাবাহিক হত্যাকাণ্ড তৃণমূলের! গোঘাট নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

{quiz_339}

English summary
TMC has given responsibility for Falakata by election to 13 party observer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X