For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার থেকে মাত্র ৮ ঘণ্টাতেই কলকাতা থেকে শিলিগুড়ি, রেল পথেই অসম্ভব সম্ভব হতে চলেছে

এবার থেকে মাত্র ৮ ঘণ্টাতেই কলকাতা থেকে শিলিগুড়ি, রেল পথেই অসম্ভব সম্ভব হতে চলেছে

Google Oneindia Bengali News

শতাব্দী এক্সপ্রেসের থেকেও দ্রুত গতিতে ছুটবে ট্রেন। কলকাতা থেকে এই বছরেই চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। পশ্চিমবঙ্গবাসীকে নববর্ষের উপহার দিচ্ছে মোদী সরকার। আগামী ৩০ নভেম্বর কলকাতা থেকে এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজন্য শহরে আসছেন তিনি। নতুন বছর থেকে সাধারণের জন্য শুরু হয়ে যাবে সংরক্ষণ। হাওড়া থেকে ছাড়বে ট্রেনটি।

এবার থেকে মাত্র ৮ ঘণ্টাতেই কলকাতা থেকে শিলিগুড়ি, রেল পথেই অসম্ভব সম্ভব হতে চলেছে

বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের সবচেয়ে দ্রুত গতির ট্রেন এটি। শতাব্দী এক্সপ্রেসের থেকেই বেশি দ্রুত গতিতে ছোটে এই ট্রেনটি। দেশের একাধিক রাজ্যে এই ট্রেন চালু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নিষ। ৩০ ডিসেম্বর এই ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করবে প্রধানমন্ত্রী মোদী। হাওড়া থেকে এনজেপি পর্যন্ত হবে এই ট্রেনের যাত্রাপথ। সপ্তােহ ৬ দিন চলবে ট্রেনটি। হাওড়া থেকে এনজেপি স্টেশনে যাওয়ার মাঝে কেবল মাত্র ২টি স্টেশনে থাকবে স্টপেজ। একটি বোলপুর আরেকটি মালদহ।

প্রতিিদন ভোট ৫টা৫০ মিনিটে অর্থাৎ প্রায় ৬ বাজতে ১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। মালদহ পৌঁছমে সকাল ১০টা ৪৫ মিনিটে। মালদহে ৫ মিনিট বিশ্রাম নেওয়ার পর ১০টা ৫০ মিনিটে ছেড়ে শিলিগুড়ি অর্থাৎ এনজেপি পৌঁছবে দুপুর ১টা ৫০ মিনিটে। অর্থাৎ অনায়াসে বাড়ি ফিরে মধ্যাহ্ন ভোজন সারতে পারবেন সকলে। আবার দুপুর ২টো৫০ মিনিটে এনজেপি স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। মালদহ পৌঁছবে ৫টা ৫০ মিনিটে। সেখান থেকে ৫টা ৫৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ৫০ মিনিটে হাওড়া স্টেশন পৌঁছে যাবে ট্রেনটি। অনায়াসে বাড়িতে ফিরে ঘুমোতে পারবেন যাত্রীরা। ১২ ঘণ্টার সফর ৮ ঘণ্টায় শেষ করবে এই ট্রেনটি।

English summary
Kolkata-Siliguri within 8 Hours by Train
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X