For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দার্জিলিংয়ের কাছেই তৈরি হবে নতুন দার্জিলিং,পাহাড়ে গিয়ে এক গুচ্ছ ঘোষণা মমতার

দার্জিলিংয়ের কাছেই তৈরি হবে নতুন দার্জিলিং,পাহাড়ে গিয়ে এক গুচ্ছ ঘোষণা মমতার

Google Oneindia Bengali News

জিটিএ-র মঞ্চ থেকে দার্জিলিঙের জন্য এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে কর্মসংস্থােনর সুযোগ তৈরি থেকে শুরু করে। পানীয় জলের সংকট মোচন। দার্জিলিঙের কাছেই আরও একটি ছোট শহর তৈরির কথা ঘোষণা করেছেন মমতা। সেই সঙ্গে পর্যটন শিল্পের উন্নয়নেও জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দার্জিলিঙের কাছে ছোট শহর

দার্জিলিঙের কাছে ছোট শহর

দার্জিলিং থাকবে দার্জিলিঙেই। তবে দার্জিলিঙের কাছে আরও একটি মিিন সিটি তৈরি হবে। তার জন্য পাওয়া গিয়েছে ২০০ একর জমি। জিটিএ-র শপথ গ্রহনের মঞ্চ থেকে ঘোষণা করলে মমতা বন্দ্যোপাধ্যায়। তিিন জািনয়েছেন সেই মিিন সিটি আসলে পাহাড়ের শিল্প হাব হিসেবে তৈরি করা হবে। সেখােন স্কুল কলেজ, শপিং মল থেকে শুরু করে একাধিক শিল্প স্থাপন করা যাবে এখােন। হকারদের জন্য পাকা দোকান ঘর তৈরি করা হবে বলে জািনয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের মানুষকে স্বনির্ভর করে গড়ে তুলতে এই ঘোষণা করেছেন তিিন।

চা-বাগােন পর্যটন

চা-বাগােন পর্যটন

পাহাড়ে পর্যটক টানতে হোম স্টে আরও বেশি করে করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে চা বাগানগুলিকে কেন্দ্র করো ইকো ট্যুরিজিম হাব তৈরি করার উপরে জোর দিয়েছেন তিিন। অনীত থাপার প্রস্তাবকে সমর্থন জািনয়ে জেলাশাসককে মুখ্যমন্ত্রী বলেছেন চা বাগানগুলিতে হোম স্টে তৈরি করে কীভাবে পর্যট শিল্পকে চাঙ্গা করা যায় তার পরিকল্পনা করতে হবে। ইতিমধ্যেই পাহাড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইকো ট্যুরিজিম। পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এটা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

মংপুতে হবে বিশ্ববিদ্যালয়

মংপুতে হবে বিশ্ববিদ্যালয়

পাহাড়ের শিক্ষার উন্নয়নেও জোর দিয়েছেন মমত। তিিন বলেছেন উচ্চশিক্ষার জন্য যাতে কাউকে পাহাড় ছেড়ে যেতে না হয় তার জন্য মংপুতে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা হচ্ছে দার্জিলিঙে। শিক্ষার উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন তিনি। দার্জিলিঙে আইটি ইন্ডাস্ট্রি তৈরি করার থাও বলেছেন মুখ্যমন্ত্রী।

পানীয় জলের সংকট মোচনের প্রতিশ্রুতি

পানীয় জলের সংকট মোচনের প্রতিশ্রুতি

দার্জিলিঙে পানীয় জলের সংকট নতুন কথা নয়। ২০২৪ সালের মধ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিিন। সেইসঙ্গে শৈলশহরে পানীয় জলের প্লান্ট তৈরির কথাও বলেছেন তিিন। ঝোরার জল থেকে পানীয় জলের কারখানা তৈরির উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়র মেয়েদের উন্নয়নের কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কারোর কথায় পাহাড়কে অশান্ত হতে দেবেন না, GTA-শপথের অনুষ্ঠানে বার্তা মমতারকারোর কথায় পাহাড়কে অশান্ত হতে দেবেন না, GTA-শপথের অনুষ্ঠানে বার্তা মমতার

English summary
Mamata Mamata Banerjee anounce many project for Darjeeling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X