For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দোকানে চুরির দায়, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

সোনার দোকানে চুরির দায়, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আলিপুরদুয়ার আদালত জারি করেছে গ্রেফতারি পরোয়ানা। ২০০৯ সালে ২টি সোনার দোকানে চুরির ঘটনা জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকমাস আগে মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ নিশীথ প্রামানিকের বিরুদ্ধে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন। এই নিয়ে বিতর্কের জল অনেকদূর গড়িয়েছিল।

সোনার দোকানে চুরির দায়, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

গত কয়েকদিন ধরেই নিশীথ প্রামাণিককে টার্গেট করে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে উত্তরবঙ্গে। দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের দাঁড়ি গোফ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। তারপরেই নিশীথ প্রামানিকের কনভয়ে হামলা চালানো হয়। উদয়ন গুহর উস্কানিতেই এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন উদয়ন গুহ। যদিও এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দিনহাটা।

তারপরেই আবার নিশীথ প্রামাণিক পাল্টা তোপ দিয়েছিলেন। তিনি বলেিছলেন কেউ যদি পাথর ছোড়ে তাঁকে নিশ্চয় পাল্টা ফুল ছোড়া হবে না । অর্থাৎ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। এই নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছিল। বিজেপির পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছিল। তারপরেই আবার পঞ্চায়েত ভোটে দলীয় কর্মীদের সতর্ক করেছিলেন উদয়ন গুহ। তিনি বলেছিলেন যাঁরা ভেটাগুড়ি যাচ্ছেন তাঁকে গাড়ি দুমড়ে মুচড়ে গেলে কাউকে দোষ দিতে পারবেন না। এই ভেটাগুড়িতেই নিশীথ প্রামাণিকের বাড়ি।

পঞ্চায়েত ভোটের আগে দল বদলের জল্পনা শুরু হয়েছে উত্তরবঙ্গে। সেকারণেই আগে থেকে সতর্ক করেছেন উদয়ন গুহ। নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে কোমর কষেছেন উদয়ন গুহ। তারমধ্যে আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় উত্তেজনা বেড়েছে। এবার কোন পথে হাঁটবে বিজেপি সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

English summary
Arrest warrent issued against Nishith Pramanik
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X