For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট এলেই CAA-NRC নিয়ে রাজনীতি! বাংলা ভাগের চেষ্টা বলেও বিজেপিকে তোপ মমতার

নদিয়াতে দাঁড়িয়ে সিএএ নিয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এনআরসি করা নিয়েও মুখ খুললেন তিনি। সামনেই গুজরাট নির্বাচন। আর সেই নির্বাচনের আগে নতুন করে সিএএ-এনআরসি মাথা চাড়া দিয়েছে। এ

  • |
Google Oneindia Bengali News

নদিয়াতে দাঁড়িয়ে সিএএ নিয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এনআরসি করা নিয়েও মুখ খুললেন তিনি। সামনেই গুজরাট নির্বাচন। আর সেই নির্বাচনের আগে নতুন করে সিএএ-এনআরসি মাথা চাড়া দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর মুখেও সিএএ'র কথা জায়গা পেয়েছে।

আর সেই বিষয়টিকে তুলেই বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি।

মতুয়া থেকে রাজবংশী সবাই বাংলার নাগরিক।

মতুয়া থেকে রাজবংশী সবাই বাংলার নাগরিক।

সামনেই বাংলাতে পঞ্চায়েত নির্বাচন। কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন। আর একের পর এক নির্বাচনের আগে ফের একবার বিজেপির মুখে নাগরিকত্ব আইন। খুব শীঘ্রই মতুয়াদের সিএএ কার্যকর করা হবে বলে মন্তব্য করছেন বাংলার বিজেপি নেতারা। ভোটের মুখে ফের সিএএ ইস্যুতে নিয়ে একেবারে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মতুয়া থেকে রাজবংশী সবাই বাংলার নাগরিক। নাগরিক না হলে কীভাবে ভোট দিচ্ছেন? তাঁদের ভোটেই তো প্রধানমন্ত্রী হয়েছেন বলেও মন্তব্য প্রশাসনিক প্রধান।

বাংলা ভাগের চেষ্টা করে

বাংলা ভাগের চেষ্টা করে

সভা থেকেওই মুখ্যমন্ত্রী মমতার কথায়, মিথ্যা কথা বলে লোকসভার আসন নিল। এমনকি বিধানসভাতেও আসন পেয়েছে। কিন্ত্য কাজ কি কিছু করছে? সভা থেকেই প্রশ্ন ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি বলেন, নির্বাচন এলেই মনে পড়ে ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। নির্বাচন এলেই মাথায় ঢোকে এনআরসি। নির্বাচন এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। পাহাড়িদের নিয়ে বাংলা ভাগের চেষ্টা করে, তারা কিন্তু চায় না। সবাই এক নয় বলে মন্তব্য তাঁর। তবে জীবন দিতে তৈরি তবে নাগরিকত্ব কাউকে কাড়তে দেব না বলে মন্তব্য তৃণমূল সুপ্রিমো।

বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী

বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী

তবে এদিন বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কার্যত বিজেপির বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তাঁর। বলেন, বিজেপি কিছু লোককে এদিক ওদিক থেকে ডেকে আনতে চায়। কিন্ত্য তাঁরা বাংলার লোক নয় বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, মমতার কথায়, বাংলায় অনুপ্রবেশ ঘটিয়ে তাঁদের নাগরিকত্ব দেবে। আর বাংলার মানুষকে অধিকার ছোট করবে বলে দাবি তাঁর। অন্যদিকে একাধিক ইস্যুতেও এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথাতে একদিকে সংগঠনকে মজবুত করার কথা উঠে আসছে তো আবার কখনও বিজেপির সঙ্গে বাম এবং কংগ্রেসের যোগ নিয়েও কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিজেপির দুই সাগরেদ বলে কটাক্ষ তাঁর।

অন্যদিকে মতুয়াদের জন্যে মুখ্যমন্ত্রী কীভাবে কাজ করেছেন সেই কথা তুলে ধরেন তিনি। বলেন, বড়মা বেঁচে থাকার সময় তিনিই কলকাতাতে এনে চিকিৎসা করজিয়েছিলেন। এমনকি রেলস্টেশন থেকে একাধিক কাজ কীভাবে করেছেন তা নিয়ে মন্তব্য করেছেন এদিন মুখ্যমন্ত্রী।

লক্ষ্য আদিবাসী ভোট? ঝাড়গ্রামেই বিরসা মুন্ডার জন্মদিন পালন করবেন মমতা লক্ষ্য আদিবাসী ভোট? ঝাড়গ্রামেই বিরসা মুন্ডার জন্মদিন পালন করবেন মমতা

English summary
Mamata banerjee attacks BJP, says they talk about CAA and NRC only when vote comes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X