For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নারীশক্তির জয়গানের দিনেই শুটিং বিশ্বকাপে দাপট সোনার মেয়েদের

Google Oneindia Bengali News

দিল্লিতে আইএসএসএফ শুটিং বিশ্বকাপের শেষ দিনেও ভারতের সোনা জয়ের ধারা অব্যাহত রইল। আজ সকালেই মন কি বাত অনুষ্ঠানে দেশের মহিলা ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কণ্ঠে নারীশক্তির জয়গান স্মরণীয় করে রাখলেন দেশের মহিলা শুটাররাও।

মোদীর নারীশক্তির জয়গানের দিনেই শুটিং বিশ্বকাপে দাপট ভারতের

মহিলাদের দলগত ট্র্যাপ ইভেন্টে আজ সোনা জিতল ভারত। ফাইনালে শ্রেয়সী সিং, রাজেশ্বরী কুমারী ও মণীষা কীর ৬-০ ব্যবধানে হারালেন কাজাখস্তানের প্রতিযোগীদের। শুটিং বিশ্বকাপে এটি ভারতের চতুর্দশ সোনা। ফাইনালে দুরন্ত ছন্দে ছিলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শ্রেয়সী এবং অভিজ্ঞ মণীষা। কোয়ালিফিকেশ রাউন্ডে শ্রেয়সী, রাজেশ্বরী ও মণীযার স্কোর ছিল ৩২১। কাজাখস্তানের শুটারদের স্কোর ছিল ৩০৮। পুরুষদের ট্র্যাপ ইভেন্টেও এদিন সোনা জিতেছে ভারত। শটগান শুটার পৃথ্বীরাজ টন্ডাইম্যান, লক্ষ্যয় শেওরান ও কিনান চেনাইও হারালেন কাজখস্তানের প্রতিযোগীদের। কাজাখস্তান ২-০-এ এগিয়ে থাকার পর সমতা ফেরান ভারতীয় শুটাররা। নির্ণায়ক রাউন্ডে ভারত কাজাখস্তানকে হারায় ৬-৪ ব্যবধানে। এই সোনা জয়ের সঙ্গে সঙ্গে এবারের বিশ্বকাপ অভিযানে পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেই শেষ করল ভারত। ভারত জিতেছে ১৫টি সোনা, ৯টি রুপো ও ছটি ব্রোঞ্জ। মোট পদক ৩০টি। দ্বিতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের পদক সংখ্যা ৮, চারটি সোনা, তিনটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছেন মার্কিন শুটাররা।

এদিকে, এদিনই ভারতের ক্রীড়াবিদ, বিশেষ করে মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিতালি রাজ, পিভি সিন্ধু থেকে শুরু করে শুটিং বিশ্বকাপে ভারতের দুরন্ত পারফরম্যান্সের প্রশংসায় তিনি পঞ্চমুখ হন মন কি বাত অনুষ্ঠানে। ৭৫তম মন কি বাত অনুষ্ঠানে মোদী এদিন বলেন, এই মার্চেই আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করি। সেই মার্চ মাসেই ভারতের মহিলা ক্রীড়াবিদরা নতুন রেকর্ড গড়েছেন, পদক জিতেছেন। সুইস ওপেন সুপার ৩০০ টুর্নামেন্টে পিভি সিন্ধু রুপো জিতেছেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন মিতালি রাজ। শুটিং বিশ্বকাপে সবচেয়ে বেশি সোনা জিতে পদকতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। পুরুষদের পাশাপাশি দেশের মহিলা শুটারদের দারুণ পারফরম্যান্সের কারণেই এটা সম্ভব হয়েছে। মোদীর মন কি বাত সংক্রান্ত এই টুইট সাই টুইট করেছে।

মিতালি রাজের প্রশংসা করে নরেন্দ্র মোদী বলেন, মহিলাদের একদিনের আন্তর্জাতিকে মিতালিই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাত হাজারের বেশি রান করেছেন। মহিলা ক্রিকেটে তাঁর অবদান সত্যিই অনবদ্য। দুই দশকের বেশি সময় ধরে তিনি হাজার হাজার ক্রীড়াবিদকে প্রেরণা জুগিয়েছেন। তাঁর কঠোর পরিশ্রম ও সাফল্যের কাহিনি শুধু মহিলা ক্রিকেটারই নয়, পুরুষ ক্রিকেটারদের কাছেও প্রেরণার। প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন মিতালি।

English summary
Indian Shooters claimed the gold medal in the women's trap team final Of World Cup. Today Narendra Modi during Mann Ki Baat hailed the contribution of women in sports.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X