For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরও বিদায় চিরাগ-রাঙ্কিরেড্ডি জুটির

Tokyo Olympics : গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরও প্রতিযোগিতার বাইরে চিরাগ-রেড্ডি জুটি

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনের ডাবলস ইভেন্টের এ গ্রুপে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করেছে ভারতের সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠী জুটি। তা সত্ত্বেও প্রতিযোগিতা থেকেই ছিটকই গেলেন তাঁরা। ফলে ব্যাডমিন্টনে ভারতের পদক জয়ের আশা হিসেবে পড়ে রইলেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও সাই প্রণীত।

প্রথম গেমে দাপট

প্রথম গেমে দাপট

মঙ্গলবার গ্রেট ব্রিটেনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য কায়েম করে ভারতীয় জুটি। তা বলে শেষ পর্যন্ত লড়াই থেকে পিছিয়ে আসেননি সাত্বিক ও চিরাগের প্রতিপক্ষরা। একসময় সমান সমান হয়ে গিয়েছিল দুই দলের স্কোর। শেষে অবশ্য বাজিমাত করে ভারতীয় জুটি। গ্রেট ব্রিটেনের সিন ভেন্দি ও বেন লেনকে ২১-১৭ পয়েন্টে হারায় সাত্বিক-চিরাগ জুটি।

দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই

দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই

ম্যাচের দ্বিতীয় গেমে দুই দলের মধ্যে আরও হাড্ডাহাড্ডি লড়াই হয়। কখনও ভারতীয় জুটি এগিয়ে যায় তো কখনও টেক্কা দেয় গ্রেট ব্রিটেন। একটা সময় তো মনে হয়েছিল যে ম্যাচের দ্বিতীয় গেম হয়তো হেরেই যাবেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠী। কিন্তু দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে ভারতের অবাছাই জুটি। ২১-১৯ পয়েন্টে ম্যাচের দ্বিতীয় গেম জেতে ভারত।

অলিম্পিক থেকে ছিটকে গেল ভারতীয় জুটি

দুর্দান্ত লড়াই করেও টোকিও অলিম্পিকের ডাবলস ইভেন্ট থেকে ছিটকেই গেল ভারতীয় জুটি। এর অন্যতম কারণ যদি হয় ইন্দোনেশিয়ান জুটির বিরুদ্ধে ১৩-২১, ১২-২১ ফলাফলে হার, তবে দ্বিতীয় কারণ চাইনিজ তাইপে জুটির দুর্দান্ত জয়। যে ইন্দোনেশিয়ার জুটির কাছে হারতে হয়েছে ভারতীয়দের, মঙ্গলবার তাদের হারিয়ে দিয়েছে চাইনিজ তাইপের লি ইয়াং ও ওয়াং চি-লিন জুটি। খেলার ফলাফল ২১-১৮, ১৫-২১, ২১-১৯। আবার এই চাইনিজ তাইপে জুটিকে প্রথম ম্যাচে ভারত হারালেও পরের রাউন্ডে পৌঁছতে পারলেন না সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠী।

পিভি সিন্ধু ভরসা

পিভি সিন্ধু ভরসা

টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের আশা টিকে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর হাতে। ইতিমধ্যেই গ্রুপ জে-র প্রথম ম্যাচে জয় হাসিল করেছিলেন ভারতীয় শাটলার। বুধবার তিনি নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন। প্রতিপক্ষ হংকংয়ের চেয়ুং নাগান। ডি গ্রুপের প্রথম ম্যাচ হেরে গেলেও বুধবার পুরুষ সিঙ্গলস ইভেন্টে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন ভারতের সাই প্রণীত। তাঁর প্রতিপক্ষ নেদারল্যান্ডসের মার্ক কালজৌ।

English summary
Tokyo Olympics : Satwiksairaj Rankireddy and Chirag Shetty out of the tournament despite of victory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X