For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিক্সে দর্শকদের প্রবেশাধিকার নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা

Google Oneindia Bengali News

জাপানে টোকিও অলিম্পিক্সের আয়োজকরা করোনা পরিস্থিতিতে দর্শকদের অনুমতির বিষয়ে বড় সিদ্ধান্ত নিলেন। স্টেডিয়ামের ৫০ শতাংশ আসনে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে যেগুলি বড় স্টেডিয়াম সেখানে ১০ হাজারের বেশি দর্শককে খেলা দেখার অনুমতি দেওয়া হবে না। অলিম্পিক্সের সব কেন্দ্রের জন্যই এই নিয়ম প্রযোজ্য।

শুধু জাপানবাসী

শুধু জাপানবাসী

একমাত্র জাপানে বসবাসকারীরাই অলিম্পিক্স দেখার সুযোগ পাবেন বলে গত মার্চেই জানিয়ে দিয়েছিলেন আয়োজকরা। কিন্তু করোনা পরিস্থিতির জেরে যে জরুরি অবস্থা চলছে তাতে আদৌ দর্শকরা স্টেডিয়ামে বসে অলিম্পিক্সের ইভেন্টগুলি দেখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তাছাড়া করোনা ভ্যাকসিন প্রদানের গতি যেখানে মন্থর সেখানে জাপানের বিভিন্ন মহল থেকে অলিম্পিক্স ফের পিছিয়ে দেওয়ার দাবিও জোরালো হয়েছিল।

সীমিত দর্শক

সীমিত দর্শক

সব জল্পনায় ইতি টেনে জাপানে অলিম্পিক্সের আয়োজকরা জানিয়ে দিয়েছেন, পাবলিক ইভেন্টগুলি নিয়ে সরকারের বিধিনিষেধকে মান্যতা দিয়েই অলিম্পিক্সের কেন্দ্রগুলিতে দর্শকাসনের ৫০ শতাংশে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। তবে কোনওভাবেই সেই সংখ্যা ১০ হাজার পেরোবে না।

উচ্চ পর্যায়ের বৈঠক

উচ্চ পর্যায়ের বৈঠক

প্যারালিম্পিক্সে দর্শকদের প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত পাঁচ দিন ধরে জাপান সরকার, টোকিও অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সের আয়োজকদের পাশাপাশি ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি ও প্যারালিম্পিক্স কমিটির প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পরই আজকের এই ঘোষণা। প্যারালিম্পিক্সে দর্শক প্রবেশের বিষয়টি নিয়ে ১৬ জুলাই সিদ্ধান্ত জানানো হবে। তবে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও সবটাই যে করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রেখেছেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকে।

গ্যারান্টি নেই

গ্যারান্টি নেই

জাপান সরকারের পরামর্শদাতা, স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা অভিজ্ঞরা ইতিমধ্যেই বলেছেন, ক্লোজড ডোরে অলিম্পিক্স আয়োজন করাই হবে সব দিক দিয়ে নিরাপদ। টোকিওর গভর্নর বলেছেন, টোকিওতে করোনা সংক্রমণের যা পরিস্থিতি তা খারাপ হলে নিশ্চিতভাবেই আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে দর্শক প্রবেশের বিষয়টি নিয়ে আমরা ফের আলোচনা করব। আইওসি প্রধান থমাস বাখ জানিয়েছেন, জাপানবাসী এবং অংশগ্রহণকারী সকলের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেই পদক্ষেপ করা হবে। অর্থাৎ দর্শক প্রবেশের অনুমতি মিললেও স্টেডিয়ামে বসেই যে দর্শকরা অলিম্পিক্স দেখতে পারবেন তার পুরোপুরি গ্যারান্টি এখনই নেই। সবটাই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপরেই।

English summary
Tokyo Olympics Organisers Set Limit Of 50 Per Cent Of Capacity Up To A Maximum Of 10,000 Fans. Tokyo Olympics Will Commence From July 23.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X