For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতে নিজেকেই হারালেন নরওয়ের ওয়ারহোম

Tokyo Olympics : ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতে নরওয়ের অ্যাথলিটের বিশ্ব রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতলেন নরওয়ের কার্স্টেন ওয়ারহোম। নিজেরই পুরনো নজির ভেঙে নতুন বিশ্ব রেকর্ডও গড়লেন ২৫ বছরের দৌড়বিদ। তৈরি করলেন মাইলস্টোন। ওয়ারহোমের সাফল্যে মুগ্ধ হয়েছেন বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। নরওয়ের অ্যাথলিটকে প্রাণঢেলে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব।

Tokyo Olympics : ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতে নিজেকেই হারালেন নরওয়ের ওয়ারহোম

মঙ্গলবার টোকিও অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে আট প্রতিযোগীর এই রেসের শুরু থেকেই বাকিদের থেকে অনেকটা ব্যবধান বাড়িয়ে দেন ওয়ারহোম। সেই ব্যবধান তিনি শেষ পর্যন্ত অব্যাহত রাখেন। প্রথম স্থানে থেকে ৪০০ মিটার হার্ডলসের প্রতিযোগিতা শেষ করেন নরওয়ের অ্যাথলিট। সময় নেন ৪৫.৯৪ সেকেন্ড। যা অতীতে ওয়ারহোমেরই গড়া বিশ্ব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত কার্স্টেনের রেস শেষের প্রতিক্রিয়া ছিল দেখার মতো।

টোকিও অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার হার্ডলস ইভেন্টের ফাইনালে দ্বিতীয় হয়েছেন আমেরিকার রাই বেঞ্জামিন। রেস শেষ করতে তিনি ৪৬.১৭ সেকেন্ড সময় নিয়েছেন। প্রতিযোগিতার তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ পদক জেতেন ব্রাজিলের আলিসন ডস স্যান্টোস। উক্ত ইভেন্টের রেস শেষ করতে তিনি ৪৬.৭২ সেকেন্ড সময় নিয়েছেন।

একই ইভেন্টে এর আগের বিশ্ব রেকর্ড ছিল কার্স্টেন ওয়ারহোমের ঝুলিতে। চলতি বছরের জুলাইয়ে ওসলোতে হওয়া এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৪৬.৭০ সেকেন্ডে ৪০০ মিটার হার্ডলসের রেস শেষ করেছিলেন নরওয়ের অ্যাথলিট। মঙ্গলবার নিজেরই গড়া সেই সময় টপকে গিয়েছেন কার্স্টেন। তাঁর পুরনো রেকর্ড টপকে গিয়েছেন টোকিও গেমসে দ্বিতীয় হওয়া আমেরিকার রাই বেঞ্জামিন।

২০১৩ সাল থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজেকে সক্রিয় করা কার্স্টেন ওয়ারহোম সেবছরের নরওয়েয়ান ইয়ুথ ইন্ডোর চ্যাম্পিয়নশিপে আটটি সোনা জিতেছিলেন। ২০১৬ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ ও রিও অলিম্পিকে নিজেকে প্রমাণ করতে না পারা ২৫ বছরের অ্যাথলিট তিল তিল করে নিজেকে তৈরি করতে থাকেন। টোকিও অলিম্পিককে লক্ষ্য বানিয়ে তিনি নিজের দক্ষতা এবং ক্ষমতা বাড়ানোর কাজ করতে থাকেন। ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতেছিলেন ওয়ারহোম। ২০১৮ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের একই ইভেন্টে তিনি প্রথম হয়েছিলেন। ইতিমধ্যে ৪০০ মিটার রেসেও নিজের দক্ষতা প্রমাণ করতে থাকেন কার্স্টেন। এই ইভেন্টে তাঁর সেরা সময় ৪৫.০৫ সেকেন্ড।

উল্লেখ্য টোকিও অলিম্পিকের এই ইভেন্টের হিটে অংশ নিয়েছিলেন ভারতের এমপি জাবির। প্রতিযোগিতায় সপ্তম হয়েছিলেন। রেস শেষ করতে তাঁর সময় লেগেছিল ৫০.৭৭ সেকেন্ড। নিজের ব্যক্তিগত সেরা সময়ের ধারেকাছেও পৌঁছতে ব্যর্থ হয়েছিলেন জাবির। ২০১৯ সালে একই ইভেন্ট শেষ করতে ৪৯.১৩ সেকেন্ড সময় নিয়েছিলেন জাবির। উল্লেখ্য দেশের প্রথম পুরুষ অ্যাথলিট হিসেবে অলিম্পিকের ৪০০ মিটার হার্ডেলস ইভেন্টে অংশ নিয়ে ইতিহাস রচনা করেছিলেন জাবির। সেই চেষ্টা বিফলেই গেল বলা চলে।

English summary
Tokyo Olympics : Norway's Karsten Warholm wins gold in 400m with world record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X