For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : সাত গোলের ক্ষতে প্রলেপ, স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতীয় হকি দলের

Tokyo Olympics : সাত গোলের ব্যর্থতা ভুলে স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতীয় হকি দলের

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত গোলের জ্বালা জুড়িয়ে স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটল ভারতীয় হকি দলের। টোকিও অলিম্পিকের পুল এ-র অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় পেলেন মনপ্রীত সিংরা। তিন গোলের ভেলায় ভেসে পরের রাউন্ডে পৌঁছনোর দরজা আরও একবার খুলে ফেললেন মেন ইন ব্লু।

Tokyo Olympics : সাত গোলের ক্ষতে প্রলেপ, স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতীয় হকি দলের

পুল এ-র গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় দলকে। সাত গোল হজম করতে হয়েছিল মনপ্রীত সিংদের। ফলে পরবর্তী রাউন্ডে পৌঁছতে স্পেনের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ ভারতের কাছে ডু অর ডাই গোছের ছিল। সেই মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলেন মেন ইন ব্লুরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপাতে থাকে ভারত। তাতে নাজেহাল হয়ে যায় স্পেনের ডিফেন্স।

ম্যাচের প্রথম কোয়ার্টারের ৮ মিনিটের মাথায় দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল ভারত। যদিও গোল করতে ব্যর্থ হন সীমরনজিৎ সিং। ১২ মিনিটের মধ্যে প্রতি আক্রমণে উঠে গোল করার খুব কাছে পৌঁছে গিয়েছিল স্পেনও। ভারতীয় ডিফেন্ডারদের তৎপরতায় নিশ্চিত পতন কোনওমতে আটকানো সম্ভব হয়। তবে ১৪ মিনিটের মাথায় দেশের হয়ে ম্যাচের প্রথম গোল করতে আর ভুল করেননি সীমরণজিৎ।

এক গোলে এগিয়ে যাওয়ার পর স্পেনের রক্ষণভাগে আক্রমণের ঝড় তোলে ভারত। ম্যাচের প্রথম কোয়ার্টারের অন্তিম মুহুর্তে পেনাল্টি কিক পেয়ে যায় মেন ইন ব্লু। ১৫ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করেন রূপিন্দর পাল সিং। এরপর ম্যাচের রাশ পুরোপুরি মনপ্রীত সিংদের হাতে চলে যায়। যদিও ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে আর গোল পায়নি ভারত। গোল করার একাধিক সুযোগ নষ্ট করে স্পেনও।

চতুর্থ কোয়ার্টারে আক্রমণে ফের ঝাঁঝ বাড়ায় ভারত। প্রথম দিকে বেশ কয়েকটি তা থেকে সফলতা হাসিল করতে ব্যর্থ হয় মেন ইন ব্লু। তবে ৫১ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করতে ভুল করেননি রূপিন্দর পাল সিং। এই জয়ের ফলে তিন ম্যাচ খেলে ৬ পয়েন্টে গিয়ে পৌঁছল ভারতীয় হকি দল। পুল এ-র দ্বিতীয় স্থানে অবস্থান করছেন মনপ্রীত সিংরা। যদিও গোল পার্থক্যে (-২) অনেকটাই পিছিয়ে রয়েছে মেন ইন ব্লু। তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে এই পুলের প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। যাদের গোল পার্থক্য ১১। তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্তিনা।

English summary
Tokyo Olympics : Indian hockey team beat Spain in important match of Pool A
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X