For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরিয়ারের সেরা ফর্মে পৌঁছলেন সৌরভ ভর্মা, ষষ্ঠ ভারতীয় হিসেবে বিশেষ কীর্তি


 সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার্স হওয়ার পর ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন সৌরভ ভর্মা।

  • |
Google Oneindia Bengali News

সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার্স হওয়ার পর ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন সৌরভ ভর্মা। মঙ্গলবার প্রকাশিত ব্য়াডমিন্টনের নতুন ক্রমতালিকায় ব়্যাঙ্কিংয়ে উর্ধ্বমুখী হয়ে সেরা ২৯ নম্বরে উঠে এসেছেন। এটাই সৌরভের কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং। বিডব্লিউএফ ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে প্রথম তিরিশের মধ্য়ে ঢুকে পড়লেন সৌরভ।

কেরিয়ারের সেরা ফর্মে পৌঁছলেন সৌরভ ভর্মা, ষষ্ঠ ভারতীয় হিসেবে বিশেষ কীর্তি

প্রসঙ্গত সৌরভ ষষ্ঠ ভারতীয় ব্যাডমিন্টন তারকা যিনি ব়্যাঙ্কিংয়ে প্রথম তিরিশের মধ্য়ে জায়গা পেলেন। এর আগে ২০১২ সালে বিশ্বব়্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে পৌঁছেছিলেন সৌরভ। সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে হারলেও চলতি বছরে দুর্দান্ত ব্য়াডমিন্টন খেলেছেন এই তারকার। তিরিশের গণ্ডি পার করে এই গণ্ডির ভিতর ঢুকে পড়লেন। চলতি বছরে হায়দরাবাদ ও ভিয়েতনামে দুটি বিডব্লিউএফ ১০০ ট্রফি ও স্লোভাকিয়া আন্তর্জাতিক সিরিজে ট্রফি জিতেছেন।

একনজরে ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে প্রথম তিরিশের মধ্যে ভারতের কারা

ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্য়ে ভারত থেকে কোনও ব্যাডমিন্টন তারকা নেই। এরপর জোড়া স্থান নিয়েছেন দুই ভারতীয়। ১১ নম্বরে রয়েছেন সাই প্রণীত। ১২ নম্বরে রয়েছেন কিদাম্বী শ্রীকান্ত। এরপর এগারো ধাপ পিছিয়ে ২৩ নম্বরে রয়েছেন পারুপাল্লি কাশ্যপ। ২৬ নম্বরে রয়েছেন সমীর ভার্মা, ২৭ নম্বরে রয়েছেন এইচ এস প্রণয়। ২৯ নম্বরে রয়েছেন সৌরভ ভর্মা। তরুণ ব্য়াডমিন্টন তারকা লক্ষ্য সেন রয়েছেন ৪১ নম্বরে।

English summary
Sourabh Verma come to career high 29th spot in bwf ranking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X