For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি মরশুমে প্রথম ভারতীয় মহিলা এভারেস্টজয়ীকে অভিনন্দন রিজিজুর

Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। চারদিকে মৃত্যুমিছিল, হাসপাতালে বেড ও অক্সিজেনের হাহাকার। এই কঠিন পরিস্থিতিতেও লক্ষ্যে অবিচল থেকে মাউন্ট এভারেস্ট জয় করলেন অরুণাচল প্রদেশের এক মহিলা পর্বতারোহী।

চলতি বছরে প্রথম ভারতীয় মহিলা এভারেস্টজয়ীকে অভিনন্দন রিজিজুর

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু তাশিকে অভিনন্দন-বার্তা দিয়েছেন টুইটের মাধ্যমে। চলতি বছরে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছেন অরুণাচলের তাশি ইয়াংজম। তাশি দিরাংয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টসে পর্বতারোহণের প্রশিক্ষণ নিয়েছেন। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন, এনআইএমএএসে নিয়মিত প্রশিক্ষণ নিয়েই এই সাফল্য তাশির। এই প্রতিষ্ঠান থেকে নবম পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় করলেন তাশি।

এনআইএমএএসের তরফে জানানো হয়েছে, গত ১১ মে প্রথম ভারতীয় হিসেবে চলতি মরশুমে তাশি এভারেস্টের শিখরে পৌঁছেছেন। তাঁর সাফল্যে গোটা দেশ গর্বিত। এই প্রতিষ্ঠান ও পর্বতারোহীদের সর্বতোভাবে সহযোগিতার জন্য অরুণাচলের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেছে দিরাংয়ের এনআইএমএএস।

English summary
Kiren Rijiju Congratulates Tashi Yangjom For Becoming First Indian Woman Climber To Scale Mt Everest This Season. Tashi From Arunachal Pradesh Was Trained At The National Institute Of Mountaineering And Allied Sports.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X