For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউপি যোদ্ধার বিরুদ্ধে জিতলেও লিগ টেবলে খুব বেশি অবস্থানের পরিবর্তন হল না পুনেরি পালটনের

ইউপি যোদ্ধার বিরুদ্ধে জিততেও লিগ টেবলে খুব বেশি অবস্থানের পরিবর্তন হল না পুনেরি পালটনের

Google Oneindia Bengali News

প্রো কবাডি লিগ ২০২১-২১ মরসুমের ৭৯ নম্বর ম্যাচে ইউপি যোদ্ধাকে হারাল পুনেরি পালটন। পুনের ফ্রাঞ্চইজি দলটির পক্ষে খেলার ফলাফল ৪৪-৩৮। ইউপি যোদ্ধার হারের ফলে বিফলে গেল রেডার সুরেন্দর গিলের দুরন্ত পারফরম্যান্স।

ইউপি যোদ্ধার বিরুদ্ধে জিততেও লিগ টেবলে খুব বেশি অবস্থানের পরিবর্তন হল না পুনেরি পালটনের

এই ম্যাচে গিল একাই ১৬ পয়েন্ট সংগ্রহ করেছেন ইউপি যোদ্ধার হয়ে। ১৫টি টাচ পয়েন্ট এবং ১টি বোনাস পয়েন্ট অর্জন করেছেন তিনি। কিন্তু যোদ্ধার ডিফেন্ডারদের দক্ষতার অভাবে ম্যাচে সাফল্য আসেনি ইউপি'র ফ্রাঞ্চাইজি দলটির।

অপর দিকে, এই ম্যাচে পুনেরি পালটনের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দুই রেডার। মোহিত গায়াত এবং আসলাম ইনামদারের যুগলবন্দির উপর ভর করে এই ম্যাচ থেকে জয় নিশ্চিত করে পুনেরি পালটন। মোহিত একাই এনে দেন ১৪ পয়েন্ট। ১২ পয়েন্ট সংগ্রহ করেন আসলাম।

ম্যাচের সেরা রেডার নির্বাচিত হয়েছেন পুনেরি পালটনের মোহিত গোয়াত। ম্যাচের সেরা ডিফেন্ডারের শিরোপা অর্জন করেছেন পুনেরি পালটনের অবিনেশ নাদারাজন। এই ডিফেন্ডার চার ট্যাকেল পয়েন্ট দিয়েছেন দলকে। গেম চেঞ্জার অব দ্য ম্যাচ এবং মোমেন্ট অব দ্য ম্যাচের পুরস্কার অর্জন করেছেন আসলাম ইনামদার। এই ম্যাচে জিতেও ইউপি যোদ্ধাকে টপকাতে পারল না পুনেরি পালটন। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের অষ্টম স্থানে রয়েছে তারা। এক ধাপ উপরে ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইউপি যোদ্ধা। শনিবার পাটনা পাইরেটসের মুখোমুখি হবে তামিল থালাইভাস। এই দুই দলের কাছেই আগামীকালের ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচের ফলাফলের উপর লিগ টেবলের অনেক কিছু নির্ভর করবে।

English summary
Puneri Paltan’s young stars helped the side beat U.P. Yoddha 44-38 in Match 79 of Pro Kabaddi League Season 8 at Bengaluru. Mohit Goyat picked up 14 raid points and was ably supported by Aslam Inamdar with 12 points.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X