For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় প্যারা অ্যাথলিটদের দেখে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী মোদীর মুখে এগিয়ে চলার মন্ত্র

টোকিও গেমসে ভারতীয় প্যারা অ্যাথলিটদের পারফরম্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুপ্রাণিত করেছে।

  • |
Google Oneindia Bengali News

টোকিও প্যারালিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের দেশের অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারা অ্যাথলিটদের সংগ্রাম দেখে যে উদ্বুদ্ধ হন তিনিও, তাও জানাতে ভুললেন না দেশের প্রশাসনিক প্রধান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে টোকিও প্যারালিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের ভিডিও। যেখানে হার-জিতের উর্ধ্বে উঠে প্যারা অ্যাথলিটদের এগিয়ে চলার বার্তা দিয়েছেন নমো।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তাঁর বাসভবনে প্যারা অ্যাথলিটরা

গত বৃহস্পতিবার নিজের বাসভবনেটোকিও প্যারালিম্পিকে দেশকে গর্বিত করা দেবেন্দ্র ঝাঝারিয়া, সুমিত অ্যান্টিল, মারিয়াপ্পান থাঙ্গাভালু, অবনী লেখারা, ভাবিনা প্যাটেলদের সঙ্গে দেখা করেন ভারতের প্রশাসনিক প্রধান। এক টেবিলে বসে খাওয়া-দাওয়ার পাশাপাশি হালকা মেজাজে প্যারা অ্যাথলিটদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী মোদী। টোকিও গেমসে একের পর এক পদক জিতে ইতিহাস রচনা করা প্যারা অ্যাথলিটদের পোশাকগুলি উপহার হিসেবে পান ভারতের প্রশাসনিক। সেই পোশাকে সইও করে দেন প্যারা অ্যাথলিটরা। সকলের সই করা একটি স্টোলও উপঢৌকন হিসেবে পেয়ে আপ্লুত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সেই সময়কার কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মোদী নিজেও সেই ভিডিও পোস্ট করেছেন।

প্যারা অ্যাথলিটরাই অনুপ্রেরণা

প্যারা অ্যাথলিটরাই অনুপ্রেরণা

সব প্রতিকূলতাকে জয় করে দেশের প্যারা অ্যাথলিটরা টোকিও গেমসে যে সফলতা অর্জন করেছেন, তা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, প্যারা অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্স দেশের ক্রীড়াক্ষেত্রকে নতুন দিশা দেখাবে। ভাবিনা, অবনী, মনীশদের দেখে দেশের আরও বড় সংখ্যক মানুষ ক্রীড়ার সঙ্গে যুক্ত হবেন বলেও আশাপ্রকাশ করেছেন নমো। টোকিও প্যারালিম্পিক থেকে যারা পদক জিততে পারেননি তাঁদেরও মনোবল বৃদ্ধির জন্য অনুপ্রাণিত করেছেন দেশের প্রশাসনিক প্রধান। মোদীর কথায়, হার-জিতের উর্ধ্বে উঠে এগিয়ে চলার নামই জীবন। মনের জোর ও কঠিন পরিশ্রমের ওপর জীবন যুদ্ধে আর কোনও বড় হাতিয়ার হয় না বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, কঠিন সময়েও স্থিতধী ও ইতিবাচক ভাবনা নিয়ে চললে সমস্যার সঙ্গে লড়াই করার শক্তি পাওয়া যায়।

ছবি সৌজন্যে প্রধানমন্ত্রীর দফতর

দেশের মুখ

দেশের মুখ

টোকিও প্যারালিম্পিকে দেশকে গর্বিত করা অ্যাথলিটদেরই দেশের প্রকৃত অ্যাম্বাসেডর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'তপস্যা', 'পুরুষার্থ' ও 'পরাক্রম'-র মাধ্যমে নিজেদের বিকশিত করে প্যারা অ্যাথলিটরা বিশ্বের দরবারে নিজেদের প্র্রমাণ করেছেন বলে মনে করেন মোদী। এই অ্যাথলিটদের মানুষ আগে যে চোখে দেখতেন, সেখান থেকে তাঁরা বেরিয়ে এসেছেন বলেও বিশ্বাস করেন দেশের প্রশাসনিক প্রধান। এই মহৎ কাজের আগে মনোবল বাড়ানো ও প্রতিনিয়ত অনুপ্রেরণা প্রদানের জন্য নরেন্দ্র্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্যারা অ্যাথলিটরাও। তাঁদের দলগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পদকে ইতিহাস

পদকে ইতিহাস

সদ্য শেষ হওয়া প্যারালিম্পিকে ১৯টি পদক জিতেছে ভারত। যার মধ্যে পাঁচটি সোনা ও আটটি রুপো অন্তর্ভূক্ত রয়েছে। ২০১৬ সালের রিও প্যারালিম্পিকে সর্বসাকুল্যে চারটি পদক জিতেছিল ভারত। দুটি সোনা সহ টোকিও গেমসের আগে পর্যন্ত সেটিই ছিল এই প্রতিযোগিচতায় দেশের সেরা পারফরম্যান্স। তবে এবারের গেমসে ভারতীয় প্যারা অ্যাথলিটদের পারফরম্যান্স অন্য উচ্চতা স্পর্শ করেছে। টোকিও প্যারালিম্পিকের ৯টি ক্রীড়া ইভেন্টে ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন। সে নিরিখে এবার ভারতের ফলাফল অসাধারণ বলে মনে করে বিশ্বের ক্রীড়া মহল।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Prime Minster Narendra Modi get motivated by Indian para athletes performance in Tokyo 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X