For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও-ফেরত দীপিকা-অতনুরা ঠাঁই পেলেন না ভারতের তিরন্দাজির দলে

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে পদকের আশা করা হলেও তিরন্দাজি থেকে একটিও পদক আসেনি। বিশ্বের ১ নম্বর তারকা দীপিকা কুমারীও পদক জিততে ব্যর্থ। তারই ফাঁকে মিক্সড ইভেন্টে স্বামী অতনু দাসের পরিবর্তে প্রবীণ যাদবের সঙ্গে জুটি বাঁধতে হওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দীপিকা কুমারী, এমনকী অতনুও। এই নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যে এবার ভারতীয় দলেই জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হলেন টোকিও-ফেরত চার তিরন্দাজ।

টোকিও-ফেরত দীপিকা-অতনুরা ঠাঁই পেলেন না ভারতের তিরন্দাজির দলে

র‌্যাঙ্কিং রাউন্ডে পুরুষ ও মহিলাদের মধ্যে যাঁরা প্রথম হন তাঁরাই নামেন মিক্সড ইভেন্টে। ফলে নিয়ম মানায় ভারতীয় দল সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। কিন্তু বিশ্বকাপে সোনা জেতানো দীপিকা-অতনু জুটি ভাঙা যে উচিত হয়নি, এমনকী সুযোগ থাকা সত্ত্বেও সেই জুটি অলিম্পিকে ভাঙা হয়েছে তাতে অসন্তুষ্ট বাংলার তিরন্দাজ দম্পতি তথা ভারতীয় তিরন্দাজির পাওয়ার কাপল। আর টোকিও থেকে ফিরে চার তিরন্দাজই ফের হতাশা বাড়ালেন। এমনকী তাঁদের প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের সম্ভাবনাও বড় প্রশ্নচিহ্নের সামনে পড়ল।

টোকিও-ফেরত দীপিকা-অতনুরা ঠাঁই পেলেন না ভারতের তিরন্দাজির দলে

আগামী মাসেই রয়েছে তিরন্দাজির বিশ্ব চ্যাম্পিয়নশিপ। টোকিও থেকে ফিরে সোনিপতের সিলেকশন ট্রায়ালে অংশ নেন দীপিকা কুমারী, অতনু দাস, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব। দীপিকা অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন পরবর্তীতে সোনাজয়ী আন সানের কাছে। সোনিপতের সিলেকশন ট্রায়ালে সেই দীপিকাই দেশের প্রথম তিন মহিলা তিরন্দাজের মধ্যে আসতে পারলেন না। এর ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের রিকার্ভ দলে সুযোগ পেয়ে গেলেন কোমলিকা বারি, অঙ্কিতা ভকত এবং ১৭ বছরের হরিয়ানা-কন্যা রিধি ফোড়। সিলেকশন ট্রায়ালে দীপিকা চতুর্থ স্থান দখল করায় দলে ঠাঁই পেলেন না।

টোকিও-ফেরত দীপিকা-অতনুরা ঠাঁই পেলেন না ভারতের তিরন্দাজির দলে

পুরুষদের মধ্যে সিলেকশন ট্রায়ালে অলিম্পিয়ান অতনু দাস ১৭তম, প্রবীণ যাদব ২০তম ও তরুণদীপ রাই নবম স্থান দখল করেন। সে কারণে রিকার্ভ পুরুষ দলে জায়গা পেয়ে গেলেন পাঞ্জাবের আদিত্য চৌধুরী, মহারাষ্ট্রের ১৯ বছরের তিরন্দাজ পার্থ সালুঙ্খে এবং ২০১৪ সালে ইউথ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী অতুল ভার্মা। দ্রোণাচার্য তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত সঞ্জীবা সিং সোনিপতের ট্রায়াল দেখভালের দায়িত্বে ছিলেন। তিনি বলেন, যেভাবে জুনিয়ররা সিনিয়র দলে জায়গা করে নিলেন তা যথেষ্ট ইতিবাচক দিক। ভারতের এই নিউ লুক দলের গড় বয়স এখন ২০। সিংয়ের কথায়, ২০২৪ সালের অলিম্পিকের প্রস্তুতির জন্য এটা নিঃসন্দেহে খুব ভালো দিক। কম্পাউন্ড টিমে পুরুষ তিরন্দাজদের দলে রয়েছেন দিল্লির অভিষেক ভার্মা, সঙ্গম সিং বিসলা ও ঋষভ যাদব। মহিলাদের মধ্যে রয়েছেন মুসকান কিরার, জ্যোতি সুরেখা ভেন্নম ও প্রিয়া গুর্জর।

English summary
None Of The Olympian Archers Included In New Look Indian Squad For The Archery World Championships. Four Archers Returned From Tokyo Unable To Clear Selection Trials.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X