For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CWG 2022: হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন রূপো জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন রূপো জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমস ২০২২-এ অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে মহিলা ক্রিকেট দলের। ফাইনাল ম্যাচে চাপ না নিতে পারার কারণেই হারতে হয়েছে ভারতীয় মহিলা দলকে। যেখানে সোনা পাওয়ার কথা সেখানে সন্তুষ্ট থাকতে হয়েছে রূপো নিয়েই। তবে, হরমনপ্রীত কউরের দলের এই প্রয়াস এবং রূপো জেতা অনেকটা বড় বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে। প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রথম পদক জয় সব সময়েই স্পেশ্যাল।

মহিলা দলের সাফল্যকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর টুইট:

মোদী টুইটে লিখেছেন, "ভারত এবং ক্রিকেটকে একে অপরের থেকে আলাদা করা যায় না। কমনওয়েলথ গেমসে আমাদের মহিলা দল দারুণ ক্রিকেট খেলেছে এবং ঐতিহ্যশালী রূপোর পদক দেশকে এনে দিয়েছে। কমনওয়েলথ গেমসে ক্রিকেটে প্রথম পদক হওয়ায় ফলে এই পদক সব সময়েই বিশেষ হয়ে থাকবে। দলের সকল সদস্যকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।"

টেবিল টেনিসে মিক্সড ডাবলসে সোনা জেতা জুটিকে শুভেচ্ছা মোদীর:

কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতকে টেবিল টেনিসের মিক্সড ডবলস ইভেন্টে সোনা এনে দেওয়া শরৎ কমল এবং শ্রীজা আকুলাকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছে, "এক সঙ্গে খেলা এবং জেতার নিজস্ব একটা আনন্দ রয়েছে। শরৎ কমল এবং শ্রীজা আকুলা দুর্দান্ত টিম ওয়ার্কের নমুনা রেখে সোনা জিতেছে টিটি'তে মিক্সড ডবলস ইভেন্টে। আমি তাঁদের দৃঢ়তার প্রশংসা করি।"

ব্যাডমিন্টন ডবলসে ব্রোঞ্জ জেতা টেরেসা জলি এবং গায়েত্রী গোপিচাঁদের প্রশংসায় মোদী:

ব্যাডমিন্টনেরডবলসে ব্রোঞ্জ পেলেওদুই সাটনার টেরেসাজলি এবং গায়েত্রী গোপীচাঁদের প্রশংসা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লিখেছেন, "ব্যাডমিন্টনের ডবলসে টেরেসা জলি এবং গায়েত্রী গোপীচাঁদ ব্রোঞ্জ জেতার জন্য আমি গর্বিত। কমনওয়েলথ গেমেসে যাওয়ার আগে গায়েত্রীর সঙ্গে নিজের বন্ধুত্বের বিষয়ে টেরেসা আমায় বলেছিল। কিন্তু ও বুঝে উঠতে পারছিল না পদক জিতলে কী ভাবে সেলিব্রেট করবে। আশা করি নিজের প্ল্যান এতক্ষণে ও সেট করে ফেলেছে।"

বক্সিং-এ রূপো জেতা সাগর আহলওয়াতের প্রশংসায় মোদী:

বক্সিং-এ রূপো জেতা সাগর আহলওয়াতের প্রশংসায় মোদী:

বক্সিং-এ রূপো জেতা সাগর আহলওয়াতের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। মোদী জানিয়েছেন, তিনি আশা করে এই ভাবেই ভারতকে গর্বিত করবেন সাগর এবং তরুণ প্রজন্মের বক্সারদের অনুপ্রাণিত করবেন।

English summary
Prime Minister Narendra Modi congratulate India women Team for winning medal in Commonwealth Games 2022. India Women team lost the highly intense match by 9 runs against Australia in the final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X