For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কব্জির চোটকে অগ্রাহ্য করে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রূপো জয় মীরাবাই চানুর

কব্জির চোটকে অগ্রাহ্য করে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রূপো জয় মীরাবাই চানুর

Google Oneindia Bengali News

বুধবার কলোম্বিয়ার বোগোটায় মোট ২০০ কেজি তুলে রূপো জেতেন মীরাবাই। ৪৯ কেজি বিভাগে প্রতিনিধিত্ব করা মীরাবাই স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৩ কেজি ওজন তোলেন। কব্জির চোট নিয়ে মীরাবাই যে দক্ষতার পরিচয় দিয়েছেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

কব্জির চোটকে অগ্রাহ্য করে বিশ্ব ভারত্তোলন চ্যাম্পিয়নশিপে রূপো জয় মীরাবাই চানুর

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা চিনের জিয়াং হুইহুয়া মোট ২০৬ কেজি তুলেছেন (৯৩ কেজি + ১১৩ কেজি)। টোকিও অলিম্পিকে সোনা জেতা হোউ ঝিহুয়া ১৯৮ কেজি (৮৯ কেজি + ১০৯ কেজি) ওজন তুলতে সক্ষম হয়েছেন। পিটিআই-কে মীরাবাই চানুর প্রধান প্রশিক্ষক বিজয় শর্মা বলেছেন, "আমরা এই ইভেন্ট নিয়ে কোনও চাপ নিচ্ছি না। এই ওজন মিরা প্রতিদিনই তোলে (অনুশীলনে)। এখন থেকে ওজন বাড়াবো আমরা এবং আরও উন্নতি করার চেষ্টা থাকবে।"

সেপ্টেম্বর মাসে অনুশীলনের সময়ে কব্জিতে চোট পান ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়ন মীরাবাই চানু। এই চোট নিয়েই জাতীয় গেমসে অক্টোর মাসে তিনি অংশ নেন। বিজয় শর্মা বলেছেন, "এই চোট নিয়ে বিশেষ কিছু করার ছিল না আমাদের। কারণ আমরা বিশ্ব চ্যাম্পিয়নশিপ অংশ নেওয়া থেকে বিরত থাকতে চাইনি। এখন ওর কব্জির কী অবস্থা সেই দিকে নজর দিতে হবে আমাদের কারণ পরবর্তী ইভেন্টে আগে অনেক সময় রয়েছে।"

টোকিও অলিম্পিকে রূপো জেতা মীরাবাই চানুর বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি দ্বিতীয় পদক। ২০১৭ সালে সোনা জিতেছিলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কন্টিনেন্টাল ইভেন্টে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং টোটাল লিফটের জন্য আলাদা আলাদা পদক দেওয়া হয়। কিন্তু অলিম্পিকে টোটাল লিফটের জন্যই একটি পদক দেওয়া হয়।

প্যারিস অলিম্পিক ২০২৪-এর জন্য প্রথম কোয়ালিফাইং ইভেন্ট ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২২। ১৪ থেকে কমিয়ে ১০টি ওয়েটলিফ্টিং ইভেন্ট রাখা হবে আসন্ন অলিম্পিকে। ২০২৪ অলিম্পিক কোয়ালিফিকেশন রুলস-এর ভিত্তিতে একজন ভরত্তোলককে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০২৪ বিশ্বকাপে অংশ নিতেই হবে। এই দুইটি প্রতিযোগীতা ছাড়াও ভরত্তোলককে ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ২০২৩ কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপস, ২০২৩ গ্র্যান্ড প্রিক্স ১, ২০২৩ গ্র্যান্ড প্রিক্স ২ এবং ২০২৪ কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হবে।

অলিম্পিকে রূপো জেতা ছাড়াও কমনওয়েলথ গেমসে জোড়া সোনা এবং একটি রূপো রয়েছে চানুর। এশিয়ান চ্যাম্পিয়শিপে ব্রোঞ্জ জিতেছেন তিনি। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের জিতেছেন তিনটি সোনা এবং একটি রূপো।

পর্তুগালের প্রথম একাদশ থেকে বাদ পড়া রোনাল্ডোকে খোঁচা প্রাক্তন ম্যান ইউ তারকারপর্তুগালের প্রথম একাদশ থেকে বাদ পড়া রোনাল্ডোকে খোঁচা প্রাক্তন ম্যান ইউ তারকার

English summary
Mirabai Chanu won silver in world championships despite injured wrist.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X