For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Hockey World Cup 2023: অমিত ও হার্দিকের গোলে জয় দিয়ে অভিযান শুরু ভারতের, পরাস্ত স্পেন

Google Oneindia Bengali News

জয় দিয়েই দেশের মাটিতে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। বীরসা মুণ্ডার নামাঙ্কিত রৌরকেল্লার নতুন হকি স্টেডিয়ামে এদিন পুল ডি-র ম্যাচে স্পেনকে হারাল ২-০ গোলে। পারস্পরিক দ্বৈরথের নিরিখে এগিয়ে থেকেই এদিন খেলতে নেমেছিল ভারত। অমিত রুইদাস ও হার্দিক সিংয়ের গোলে তিন পয়েন্ট এসে গেল ভারতের ঝুলিতে।

জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

হকির ক্রমতালিকায় ভারতের চেয়ে নীচে রয়েছে স্পেন। এদিনের ম্যাচের আগে অবধি ভারত ও স্পেন পরস্পরের মুখোমুখি হয়েছিল ৩০টি ম্যাচে। তার মধ্যে ভারতের জয় ১৩টিতে, স্পেনের ১১টিতে, ড্র ৬টি। ভারত স্পেনের বিরুদ্ধে জয় পেল ১১ মাস পর। ২০২১-২২ এফআইএচ হকি প্রো লিগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ভারত ৫-৪ গোলে হারিয়েছিল স্পেনকে। এরপর গত ৩০ অক্টোবর স্পেন ৩-২ গোলে ভারতকে হারিয়েছিল। নভেম্বরে হকি প্রো লিগে ভারত বনাম স্পেন ম্যাচ ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল।

আজ ২১ হাজার দর্শকাসন-বিশিষ্ট স্টেডিয়ামে ভারত শুরু থেকেই আধিপত্য বজায় রাখছিল। দল যেভাবে খেলেছে তাতে ভারতীয় কোচ গ্রাহাম রিড নিশ্চিতভাবেই খুশি হবেন। প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে যায় ১২ মিনিটে করা অমিত রুইদাসের গোলে। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান বেড়ে হয় ২-০। ২৬ মিনিটে ফিল্ড গোল করেন হার্দিক সিং। পরের দুটি কোয়ার্টারে আর ভারত কোনও গোল হজম করেনি। শেষ কোয়ার্টারে অভিষেক হলুদ কার্ড দেখলেও তাতেও কোনও অসুবিধা হয়নি ভারতের। যদিও শেষের দিকে ভালোই চাপ বাড়িয়েছিল স্পেন।

পুরুষদের হকি বিশ্বকাপ ওডিশায় হচ্ছে টানা দ্বিতীয়বার। এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ভারতীয় দলে ওডিশার দুই প্লেয়ারের জন্য ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তিনি। এই পুরস্কার পাবেন ভারতের গোলদাতা তথা দলের সহ অধিনায়ক অমিত রুইদাস ও নীলম সঞ্জীপ জেস। ভারতের ম্যাচ শুরুর আগেই এই ঘোষণা করে ওডিশা সরকার। ভারত জিতলেও পুল ডি-র পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রইল। এদিন ইংল্যান্ড ৫-০ গোলে ওয়েলসে হারানোয়। পুল এ-র ম্যাচে অস্ট্রেলিয়া ৮-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে। আর্জেন্তিনা ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। রবিবার রৌরকেল্লায় ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে পারবে। ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ওয়েলসের বিরুদ্ধে। এই ম্যাচটি ভুবনেশ্বরে হবে ১৯ জানুয়ারি।

English summary
Men's Hockey World Cup 2023: India Beat Spain By 2-0 At Birsa Munda Stadium In Rourkela. Goals From Amit Rohidas And Hardik Singh Gave India 3 Points In Their Pool D Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X