For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালয়েশিয়া ওপেনের শেষ আটে পৌঁছল প্রণয়, ছিটকে গেল ট্রেসা-গায়েত্রী জুটি

মালয়েশিয়া ওপেনের শেষ আটে পৌঁছল প্রণয়, ছিটকে গেল ট্রেসা-গায়েত্রী জুটি

Google Oneindia Bengali News

মালয়েশিয়া ওপেনে পুরুষদের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এইটএস প্রণয়। ইন্দোনেশিয়ার চিরো অঔরা উই ওয়ারডোয়োকে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে বৃহস্পতিবার শেষ আটে জায়গা করে নিল এই ভারতীয় সাটলার।

মালয়েশিয়া ওপেনের শেষ আটে পৌঁছল প্রণয়, ছিটকে গেল ট্রেসা-গায়েত্রী জুটি

বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা চিকোকে হারাতে বেশ লড়াই করতে হয় সেরা দশে থাকা প্রণয়কে। বিশ্ব তালিকায় অষ্টম স্থানে থাকা প্রণয় প্রথম গেমটি ২১-৯ ব্যবধানে জিতে নেন। প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারানোর সম্ভাবনা রয়েছে যখন মনে হচ্ছিল তখন ঘুরে দাঁড়িয়ে পাল্টা আঘাত হানার চেষ্টা করে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ। শেষ গেলে জমে ওঠে ম্য়াছ। হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার চেষ্টা করেন চিকো। শেষ পর্যন্ত তিনি এইচএস প্রণেয়র দক্ষতার সামনে পরাজিত হন। তৃতীয় গেমে এইচএস-এর পক্ষে খেলার ফল ২১-১৬।

কেরালার ৩০ বছর বয়সী এই সাটলার মালয়েশিয়ার এনজি জি উয়ং অথবা জাপানের কোদাই নারাওকার বিরুদ্ধে শেষ আটের ম্যাচে কোর্টে নামবেন। প্রি-কোয়ার্টারে মুখোমুখি হবে জপান এবং মালয়েশিয়ার এই দুই খেলোয়াড়। তাঁদের মধ্যেচের বিজয়ীর বিরুদ্ধে খেলতে হবে এইচএস-কে। কেরিয়ারের সেরা ফর্মে থাকা এইচ এস প্রণয় শট সিলেকশন, সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছনোর ক্ষেত্রে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এ ছাড়া ক্রস কোর্ট স্ম্যাস প্রতিপক্ষের থেকে দূরে ফেলার ক্ষেত্রেও বুদ্ধিদীপ্ত খেলার প্রমাণ রেখেছেন তিনি।

এই প্রতিযোগীতা থেকে ছিটকে গিয়েছে ভারতের উদীয়মান ট্রেসা জলি এবং গায়েত্রী গোপাচাঁদের জুটি। স্টোভা সিস্টার্সের বিরুদ্ধে পরাজিত হন তাঁরা। আর একটু ভাল পারফরম্যান্স করতে পারলে বা নিজেের ছাপিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করলে হয়তো ফলাফল অন্য রকম হতেও পারত। ২০১৬ এবং ২০২০ অলিম্পিকে অংশ নেওয়া স্টোভা সিস্টার্স খুব একটা ভাল ছন্দে ছিল না।

ইডেনে শ্রীলঙ্কার কাছে শেষ কবে হেরেছে ভারত? আজ সিরিজ জিততে পারবেন রোহিতরা?ইডেনে শ্রীলঙ্কার কাছে শেষ কবে হেরেছে ভারত? আজ সিরিজ জিততে পারবেন রোহিতরা?

English summary
Malaysia Open 2023: HS Prannoy advance to the quater final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X