For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India Open: বিশ্ব চ্যাম্পিয়ন’কে হারিয়ে ইন্ডিয়া ওপেনে জয়ের ধ্বজা ওড়ালেন লক্ষ্য সেন

বিশ্ব চ্যাম্পিয়ন’কে হারিয়ে ইন্ডিয়া ওপেনে জয়ের ধ্বজা ওড়ালেন লক্ষ্য সেন

Google Oneindia Bengali News

ইন্ডিয়া ওপেনে তাক লাগালেন মাত্র ২০ বছর বয়সী শাটলার লক্ষ্য সেন। বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিন ইউকে রবিবার খেতাবি লড়াইয়ে হারিয়ে কেরিয়ারে প্রথম সুপার ৫০০ খেতাব জিতলেন তিনি।

India Open: বিশ্ব চ্যাম্পিয়ন’কে হারিয়ে ইন্ডিয়া ওপেনে জয়ের ধ্বজা ওড়ালেন লক্ষ্য সেন

গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী এই শাটলার টুর্নামেন্টের পঞ্চম বাছাই সিঙ্গাপুরের এই প্রতিযোগীতে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছেন। এক ঘন্টারও কম সময়ে শেষ করা এই ম্যাচে লক্ষ্য সেনের পক্ষে খেলার ফল ২৪-২২ এবং ২১-১৭। এর আগে মোট চার বারের সাক্ষাতে লক্ষ্য সেন জিতেছেন দু'বার এবং তাঁর প্রতিপক্ষ লো কিন ইউ দু'টি ক্ষেত্রে জয়ের মুখ দেখেছেন। যদিও শেষ তিন বারের সাক্ষাতে দু'বারই পরাস্থ হয়েছিলেন সেন। কিন্তু রবিবার ছন্দে থেকেই শুরু করেছিলেন উত্তরাখণ্ডের এই শাটলার। এ দিন পুরোপুরি আক্রমণাত্মক খেলেন লক্ষ্য সেন। তাঁর স্কোরিং শটের নিখুঁত প্লেসিং এবং প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক শরীরীভাষা তরুণ শাটলারকে এই ম্যাচে সুবিধা দিয়েছে। রবিবার তাঁর অ্যাথলেটিসমও ছিল দেখার মতো।

লক্ষ্য সেনের কেরিয়ারে এখনও পর্যন্ত এটাই তাঁর জেতা খেতাবগুলির মধ্যে সব থেকে বড়। এর আগে দু'টি সুপার ১০০ খেতাব জিতেছেন তিনি। অতীতে ডাচ ওপেন এবং সারলরলাক্স ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়াও ২০১৯ সালে বেলজিয়াম, স্কটল্যান্ড এবং বাংলাদেশে দেশে আন্তর্জাতিক চ্যালেঞ্জে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন লক্ষ্য সেন। গত বছর ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে অভিষেকেই সেমিফাইনালে পৌঁছেছিলেন তিনি। এর পর স্পেনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর হাত ধরে ব্রোঞ্জ আসে ভারতের ঝুলিতে। কেরিয়ারের প্রথম সুপার ৫০০ খেতাব জেতায় লক্ষ্য সেন'কে শুভেচ্ছা জানিয়েছেন সাইনা নেহওয়াল, পারুপল্লি কাশ্যপের মতো ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তিরা।

লক্ষ্য সেনের সাফল্যের দিন ভারত'কে গর্বিত করেছেন স্বাত্বিতসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। প্রথম ভারতীয় জুটি হিসেবে ইন্ডিয়া ওপেনে খেতাব জিতেছে এই জুটি। তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন মহম্মদ আহাসান এবং হেন্ডা সেটিয়াবান জুটিকে ২১-১৬ এবং ২৬-২৪ পয়েন্টে হারিয়েছে বিশ্ব ক্রমতালিকায় দশ নম্বরে থাকা এই ভারতীয় জুটি। ২০১৯ সালে প্রথম বার থাইল্যান্ডে সুপার ৫০০ টুর্নামেন্ট জিতেছিল এই ভারতীয় জুটি। এর আগে মোট চার বার এই দুই জুটি একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল যার মধ্যে তিন বারই হারতে হয়েছিল ভারতীয় জুটিকে। কিন্তু নিজের দেশে অসীম জেদ এবং লক্ষ্যে স্থির থাকার সুফল পেলেন চিরাগ-স্বাত্বিকরা। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে মিক্সড টিম ইভেন্টে ভারতের সোনা জয়ের নেপথ্যেও গুরুত্বপূর্ণ অবদান ছিল স্বাত্বিক এবং চিরাগের। গত বছর টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেও গ্রুপ পর্যায়ের বেশি তারা যেতে পারেনি।

English summary
Lakshya Sen beat world champion Loh Kean Yew in the final of India open to clinch his maiden super 500 tournament. He beat the Singapore opponent in a straight game. He outshine fifth seeded Loh Kean Yew by 24-22 and 21-17 in the clash that lasted 54 minutes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X