For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো উপলক্ষে অভিনব রিলে দৌড় শুরু, পুজো আয়োজকদের নিয়ে হবে ফুটসল

  • |
Google Oneindia Bengali News

পুজো আসছে। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। হাতে আর এক মাসও বাকি নেই। করোনা আবহে সবরকম সুরক্ষাবিধি মেনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব কাটানোর আহ্বান জানাচ্ছেন চিকিৎসক ও বিশষজ্ঞরা। বিশেষ করে তৃতীয় ঢেউ থেকে রক্ষা পেতে। এরই মধ্যে পুজোর আমেজে বিভিন্ন অভিনব পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা। যার হাতিয়ার ফিটনেস এবং অবশ্যই খেলা।

অভিনব রিলে দৌড়

অভিনব রিলে দৌড়

টিউটোপিয়া লার্নিং অ্যাপের অভিনব উদ্যোগে আজ থেকে শুরু হল ৬৮৫ কিলোমিটার বিরতিহীন দিন ও রাতব্যাপী কলকাতা থেকে গ্যাংটক (K2G) রিলে দৌড় প্রতিযোগিতা। ১১ জন ক্রস-কান্ট্রি অভিজ্ঞ দৌড়বিদ অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। সমগ্র দৌড়ের গতিপথ নির্ধারিত ৬০ ঘণ্টায় সম্পন্ন করবেন তাঁরা।

ফ্ল্যাগ অফে তারকারা

ফ্ল্যাগ অফে তারকারা

আজ ভোরে কলকাতায় বালিগঞ্জ ফাঁড়ির কাছে বন্ডেল রোড থেকে শুরু হয় এই অভিনব প্রতিযোগিতা। ফ্ল্যাগ অফ করলেন অরুণ সিং। টিউটোপিয়া লার্নিং অ্যাপের ডিরেক্টর সুব্রত রায়, অনুরাগ চিরিমার, অভিনেতা সোহম চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহম মজুমদার, অঙ্কিতা চক্রবর্তী প্রমুখ। দৌড়বিদরা কৃষ্ণনগর, বহরমপুর, মালদহ, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি পৌঁছাবেন এবং তাঁদের এই দৌড় প্রতিযোগিতা শেষ হবে গ্যাংটকে। ।

উদ্যোগের উদ্দেশ্য

উদ্যোগের উদ্দেশ্য

সুব্রত রায় বলেন, স্বাস্থ্যসচেতনতা, ফিটনেস, এবং অ্যাডভেঞ্চারের উন্মাদনাকে সামনে রেখেই এই অভিনব উদ্যোগ। কোভিড মহামারীকালে সুস্থ এবং ফিট থাকা ভীষণ জরুরি। সেই ভাবনাকে গুরুত্ব দিতে স্বাস্থ্য সচেতন হওয়ার বার্তাই প্রচার করতে চায় টিউটোপিয়া। প্রত্যেক দৌড়বিদ গড়ে প্রায় ৬২ কিলোমিটার রাস্তা দৌড়ে কভার করবেন। অনুরাগ চিরিমারের কথায়, অনেকের কাছেই এই রিলে রেস একপ্রকার পাগলামি বলে মনে হলেও যাঁরা বিষয়টিকে সমর্থন করছেন তাদের ভাষায় এটি একপ্রকার 'ক্রেজি ব্রাইট'। অর্থাৎ এর একটি উজ্জ্বল দিক রয়েছে। এই ধরনের দীর্ঘ দৌড় প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা করা একদমই সহজ কাজ ছিল না। কিন্তু টিউটোপিয়া লার্নিং অ্যাপের ঐকান্তিক প্রচেষ্টা ও নিখুঁত পরিকল্পনার ফলে এটি সম্ভবপর হয়েছে।

আসছে ফুটসল

আসছে ফুটসল

এরই পাশাপাশি, আরেকটি বাণিজ্যিক সংস্থার তরফে কলকাতার সেরা পুজো কমিটিগুলিকে নিয়ে আয়োজন করা হচ্ছে ফুটসল। পুজোর আগেই। ১ থেকে ৩ অক্টোবর ২৪টি পুজো কমিটিকে নিয়ে তপসিয়া ক্যালকাটা বোটিং ক্লাবে হবে শারদীয়া ফুটবল ব্যাশ। জানা গিয়েছে, রাজ্য সরকারের কার্নিভালে যে পুজো কমিটিগুলি থাকে সেগুলিই অংশ নেবে ফুটসলে। ইতিমধ্যেই যে ক্লাবগুলি অংশগ্রহণের বিষয়ে সম্মত হয়েছে সেগুলি হল বড়িশা ক্লাব, চেতলা অগ্রণী ক্লাব, টালা প্রত্যয়, কালীঘাট মিলন সংঘ, চক্রবেড়িয়া সর্বজনীন, হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গাপুজো, আহিরীটোলা সর্বজনীন, কাশী বোস লেন দু্গা পুজো সমন্বয় সমিতি, ২৫ পল্লী, অবসর, মুদিয়ালী, শিব মন্দির, ২১ পল্লী, হাতিবাগান সর্বজনীন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Kolkata-Gangtok Chase Being Flagged Off In Kolkata. Puja Committees To Participate In Futsal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X