For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হকি বিশ্বকাপে ওয়েলসকে হারালেও ভারত পেল না কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র! খেলতে হবে ক্রসওভার, জানুন বিস্তারিত

হকি বিশ্বকাপে পুল ডি-র শেষ ম্যাচে ওয়েলসে ৪-২ গোলে হারাল ভারত। দ্বিতীয় স্থানে শেষ করায় কোয়ার্টার ফাইনালে যেতে হলে খেলতে হবে ক্রসওভার।

  • |
Google Oneindia Bengali News

হকি বিশ্বকাপের নক আউটে পৌঁছেও অস্বস্তি কাটল না ভারতের। আজ গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্য়াচে ওয়েলসকে ৪-২ গোলে জয় এলেও তা কোয়ার্টার ফাইনালে সরাসরি পৌঁছনোর পক্ষে যথেষ্ট ছিল না। পুল ডি-তে ভারত ও ইংল্যান্ড ৭ পয়েন্ট করে পেলেও গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে ইংল্যান্ড পৌঁছে গেল শেষ আটে। ভারত নক আউটে গেলেও খেলতে হবে ক্রসওভার পর্যায়ের ম্য়াচ।

ভারতকে খেলতে হবে ক্রসওভার, বিষয়টি কী?

আজ ভুবনেশ্বরে ভারতের জয়ে জোড়া গোল করে অবদান রাখলেন আকাশদীপ সিং। ভারত এদিন খেলে আধিপত্য নিয়েই। যদিও কাঙ্ক্ষিত ব্যবধানে জয় আসেনি। প্রথম কোয়ার্টারে কোনও পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে করা শামসের সিংয়ের গোলে বিরতিতে এগিয়ে ছিল ভারত।

তৃতীয় কোয়ার্টারে ভারত একটি গোল করলেও দুটি গোল করে ফেলে ওয়েলস। ৩২ ফিল্ড গোল করেন আকাশদীপ। যদিও ৪২ মিনিটে ফারলং গ্যারেথ ও ৪৪ মিনিটে ড্র্যাপার জেকব দুটি পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তরিত করে সমতা ফেরান। চতুর্থ কোয়ার্টারে ভারত দুটি গোল পায়। ৪৬ মিনিটে আকাশদীপ দ্বিতীয় গোলটি করেন, ৫৯ মিনিটে হরমনপ্রীত সিংয়ের গোলে ব্যবধান বেড়ে ৪-২ হয়। হরমনপ্রীতের গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে।

পুল ডি-তে ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়ায় ৩ ম্যাচে ৭। ইংল্যান্ড এদিন ৪-০ গোলে হারায় স্পেনকে। ফলে ইংল্যান্ডের গোলপার্থক্য ৯, ভারতের ৪। এর সুবাদে ইংল্যান্ড সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। ক্রসওভারে পুল ডি-র দ্বিতীয় স্থানাধিকারী ভারতকে খেলতে হবে পুল সি-র তৃতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে। পুল সি-তে আজ নেদারল্যান্ডস ১৪-০ গোলে হারায় চিলিকে। মালয়েশিয়া ৩-২ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ২২ জানুয়ারি ক্রসওভার পর্যায়ে ভারতের সামনে নিউজিল্যান্ড। সেই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে পুল এ-র শীর্ষ স্থানাধিকারী দল। আপাতত এই পুলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আর্জেন্তিনা ও ফ্রান্সও দৌড়ে রয়েছে। অস্ট্রেলিয়ার শেষ খেলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যারা একটি ম্যাচেও জেতেনি। ফলে ভারত ক্রসওভারে জিতলে অজিদের বিরুদ্ধেই ম্যাচ পড়ার সম্ভাবনা বেশি।

English summary
India Beat Wales By 4-2 In Their Pool D Match Of Hockey World Cup. India Will Play The Match In Crossover Stage To Reach The Quarterfinals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X