For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়ার জেসিকাকে সোনা জেতাল কন্ডোম! দেখুন অবিশ্বাস্য ভিডিও

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে গেমস ভিলেজে আয়োজকদের তরফে কন্ডোম দেওয়া, না-দেওয়া নিয়ে কম চাপানউতোর হয়নি। যদিও সেই কন্ডোমই এবার সোনা জিততে সাহায্য করল অস্ট্রেলিয়ার ক্যানোয়ে তারকা জেসিকা ফক্সকে। ভাবতে অবাক লাগলে এটাই সত্যিই। ইনস্টাগ্রাম ও টিকটকে সেই ভিডিও নিজেই শেয়ার করেছেন টোকিও অলিম্পিকে একটি সোনা ও একটি ব্রোঞ্জজয়ী ফক্স।

 টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়ার জেসিকাকে সোনা জেতাল কন্ডোম

ক্যানোয়ে স্লালোমে এবারই প্রথম অলিম্পিকে অংশ নিচ্ছেন মহিলারা। মঙ্গলবার ক্যানোয়ে স্লালোমের কে-১ ফাইনালে ব্রোঞ্জ জিতেছিলেন জেসিকা ফক্স। সেদিন সময় নেন ১০৬.৭৩ সেকেন্ড। আর আজ সি-১ ফাইনালে তিনি সোনা জিতেছেন ১০৫.০৪ সেকেন্ড সময় নিয়ে। অলিম্পিকে মহিলাদের স্লালোমে ঐতিহাসিক সোনাটি জিতে এবারের অলিম্পিকে অস্ট্রেলিয়ার অষ্টম সোনা নিশ্চিত করেন। রুপোজয়ী গ্রেট ব্রিটেনের মাল্লোরি ফ্রাঙ্কলিনের চেয়ে ৩ সেকেন্ড কম সময় নিয়ে।

 টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়ার জেসিকাকে সোনা জেতাল কন্ডোম

(ছবি- জেসিকা ফক্সের সোশ্যাল মিডিয়া পোস্ট)

তবে এরই মধ্যে ভাইরাল হয়েছে তাঁর পোস্ট। যাতে দেখা যাচ্ছে, কন্ডোম না থাকলে তাঁর অলিম্পিক পদক জয়ই সম্ভব হতো না। কেন না, ক্যানোয়ে স্লালোমে যে কায়ক সর্বাগ্রে জরুরি ফক্সের সেই কায়কেই সমস্যা দেখা গিয়েছিল। সেটি মেরামত করতে ব্যবহার করা হয় কন্ডোম। ফক্স সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, বাজি ধরে বলতে পারি কায়ক সারাতে যে কন্ডোম ব্যবহার করা যেতে পারে সেটা আগে কারও জানা ছিল না। দেখা গিয়েছে, কায়কের নোজ অংশে ক্ষত মেরামতে কার্বনের কিছু মিশ্রণের প্রলেপ প্রথমে লাগানো হয়। তারপর তা ধরে রাখতে সাঁটিয়ে দেওয়া হয় কন্ডোম। কন্ডোমের সফল প্রয়োগে তাই অলিম্পিক পদকজয়ের ভিডিও রীতিমতো ভাইরাল।

English summary
Condom Being Used To Repair Australian Gold Medalist In Tokyo Olympics Jessica Fox's Kayak. After Claiming Bronze Fox Has Won The First Ever Gold In Women’s Canoe Slalom.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X