For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে টিটিতে সোনা ও রুপো ভারতের, ক্রিকেট ও বক্সিংয়ে রুপো, স্কোয়াশ-ব্যাডমিন্টনে ব্রোঞ্জ

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসে সোনা এলো টেবিল টেনিস থেকেও। অচন্ত শরথ কমল প্রথমে জি সাথিয়ানকে নিয়ে পুরুষদের ডাবলসে রুপো জেতেন। এরপর সৃজা আকুলাকে নিয়ে মিক্সড ডাবলসে জেতেন সোনা। বক্সিংয়ে সাগর এবং ক্রিকেটে ভারতীয় মহিলা দল সোনা হাতছাড়া করেছে। স্কোয়াশে সৌরভ ঘোষাল ও দীপিকা পাল্লিকাল জুটি এবং ব্যাডমিন্টনে কিদাম্বি শ্রীকান্ত ও তৃষা জলি-গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ জিতেছে।

টিটিতে সোনা-রুপো

টিটিতে সোনা-রুপো

ভারতের কিংবদন্তি প্যাডলার অচন্ত শরথ কমলের হাত ধরে টেবিল টেনিসে রবিবার অনবদ্য সাফল্য পেল ভারত। সৃজা আকুলাকে নিয়ে শরথ কমল দেশকে এনে দিলেন এবারের গেমসের অষ্টাদশ সোনাটি। মিক্সড ডাবলসের ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার জুটি। জাভেন চুং ও কারেন লিনের বিরুদ্ধে আগাগোড়া দাপট বজায় রাখলেন শরথ ও সৃজা। ভারতীয় জুটির জয় এলো ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে। পুরুষদের সিঙ্গলস ফাইনালেও উঠেছেন ৪০ বছরের শরথ কমল। গোল্ড কোস্টে আগের কমনওয়েলথ গেমসে তিনি টিটির সিঙ্গলসে জিতেছিলেন ব্রোঞ্জ। এবার ব্রিটিশ পল ড্রিনখলকে ১১-৮, ১১-৮, ৮-১১, ১১-৭, ১১-৮ ব্যবধানে হারিয়ে তিনি নামবেন ফের সোনা জয়ের লক্ষ্যে। ২০০৬ সালে শেষবার কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন এবারের চতুর্থ বাছাই শরথ। আকুলার এবারই প্রথম কমনওয়েলথ গেমস। রবিবারই পল ড্রিনখল ও লিয়াম পিচফোর্ড জুটির কাছে ফাইনালে হেরে রুপো জিতেছে শরথ কমল ও জি সাথিয়ানের জুটি।

সাগরের রুপো

পুরুষদের সুপার হেভিওয়েট (৯২ কেজি) বিভাগের বক্সিংয়ের ফাইনালে হেরে গিয়েছেন সাগর। ইংল্যান্ডের ওরি ডেলিশাসের কাছে সাগর ০-৫ ব্যবধানে পরাস্ত হন। তবে রুপো পেয়েছেন তিনি। রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অবশ্য সাগর প্রতিবার প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন এই ৫-০ ব্যবধানেই। কিন্তু ফাইনালে এসে থামল তাঁর বিজয়রথ।

শাটলারদের ব্রোঞ্জ

শাটলারদের ব্রোঞ্জ

ব্যাডমিন্টনে সোমবার ভারতের তিনটি সোনা জয়ের হাতছানি রয়েছে। রবিবার পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন কিদাম্বি শ্রীকান্ত। সিঙ্গাপুরের তে জিয়া হেংকে ২১-১৫, ২১-১৮ ব্যবধানে হারিয়ে। মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ জিতেছে জলি তৃষা ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষকে ২১-১৫, ২১-১৮ ব্যবধানে হারিয়ে তাঁরা পদক জেতেন।

স্কোয়াশে ব্রোঞ্জ

স্কোয়াশে ব্রোঞ্জ

স্কোয়াশে ব্রোঞ্জ জিতেছে সৌরভ ঘোষাল ও দীপিকা পাল্লিকল কার্তিক জুটি। মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পদকের ম্যাচে তাঁরা হারালেন অস্ট্রেলিয়ার ডোনা লব্বান ও ক্যামেরন পিল্লে জুটিকে।

ক্রিকেটে সোনা অধরা

ক্রিকেটে সোনা অধরা

মহিলাদের ক্রিকেট দল অস্ট্রেলিয়ার কাছে হেরে রুপো জিতল। একনজরে দেখে নেওয়া যাক রবিবার গেমসের দশম দিনে ভারত কোন কোন ক্রীড়াক্ষেত্রে কোন কোন পদক জিতল। সোনা- এলধোস পল (পুরুষদের ট্রিপল জাম্প), নীতু (৪৫ কেজি-৪৮ কেজি বক্সিং), অমিত পাঙ্খল (৪৮ কেজি-৫১ কেজি বক্সিং), নিখাত জারিন (৪৮ কেজি-৫০ কেজি), অচন্ত শরথ কমল ও সৃজা আকুলা (টেবিল টেনিসের মিক্সড ডাবলস), রুপো- আবদুল্লা আবুবকর (পুরুষদের ট্রিপল জাম্প), অচন্ত শরথ কমল ও জি সাথিয়ান (টেবিল টেনিস পুরুষদের ডাবলস), মহিলাদের ক্রিকেট, সাগর (বক্সিংয়ে সুপার হেভিওয়েট বিভাগ)। ব্রোঞ্জ- মহিলা হকি দল, সন্দীপ কুমার (পুরুষদের ১০ হাজার মিটার রেসওয়াক), অন্নুরানি (মহিলাদের জ্যাভলিন থ্রো), সৌরভ ঘোষাল ও দীপিকা পাল্লিকল কার্তিক (স্কোয়াশ মিক্সড ডাবলস), কিদাম্বি শ্রীকান্ত (ব্যাডমিন্টন সিঙ্গলস), জলি তৃষা ও গায়ত্রী গোপীচাঁদের জুটি (মহিলাদের ডাবলস ব্য়াডমিন্টন)। ১৮টি সোনা, ১৫টি রুপো ও ২২টি ব্রোঞ্জ-সহ ৫৫টি পদক জিতে ভারত রয়েছে পঞ্চম স্থানে।

কমনওয়েলথ গেমসে সিন্ধু গর্জন, ব্যাডমিন্টনের সোনা ফের চার নম্বরে নিয়ে গেল ভারতকেকমনওয়েলথ গেমসে সিন্ধু গর্জন, ব্যাডমিন্টনের সোনা ফের চার নম্বরে নিয়ে গেল ভারতকে

English summary
Commonwealth Games 2022: Sharath-Akula Wins Gold In Mixed Doubles TT. Boxer Sagar Wins Silver. Sarath Kamal-G Sathian Wins Silver In TT Doubles.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X