For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে প্রথম সোনা ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার সামনে ১৫৫ রানের টার্গেট রাখল ভারত, সাঁতারে সেমিতে শ্রীহরি

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমস প্রথম দিনেই জমজমাট। বার্মিংহ্যাম গেমসে প্রথম সোনাটির দখল নিয়েছে ইংল্যান্ডে। ট্রায়াথলনে সোনা জিতে ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন অ্যালেক্স ই (Alex Yee)। মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সামনে ১৫৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছে হরমনপ্রীত কৌরের ভারত। সাঁতারে ফাইনালে উঠেছেন শ্রীহরি নটরাজ।

অস্ট্রেলিয়াকে চাপে রাখল ভারত

অস্ট্রেলিয়াকে চাপে রাখল ভারত

কমনওয়েলথ গেমসে এবারই প্রথম মহিলাদের ক্রিকেট রাখা হয়েছে। ফলে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি ঐতিহাসিক গুরুত্বও রইল। টস জিতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে। আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৪ বলে সর্বাধিক ৫২ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেফালি ভার্মা ৩৩ বলে ৪৮ ও স্মৃতি মান্ধানা ১৭ বলে ২৪ রান করেন। জেমাইমা রডরিগেজ করেন ১২ বলে ১১। ইয়াস্তিকা ভাটিয়া ৮, হারলীন দেওল ৭ রান করেন। অস্ট্রেলিয়ার জেস জোনাসেন ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। মেগান শুট পেয়েছেন দুটি উইকেট। জবাবে খেলতে নেমে ৪.১ ওভারে ৩৪ রানে চার উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। চারটি উইকেটই নেন রেনুকা সিং। অ্যালিসা হিলি (২ বলে ০), অধিনায়ক মেগ ল্যানিং (৫ বলে ৮), বেথ মুনি (৯ বলে ১০) ও তাহিলা ম্যাকগ্রা (৮ বলে ১৪ রান) আউট হয়েছেন।

বক্সিং, টিটিতে জয়

বক্সিং, টিটিতে জয়

বক্সিংয়ে পাকিস্তানের প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছেন শিবা থাপা। পাকিস্তানের সুলেমান বালোচকে তিনি হারিয়েছেন ৫-০ ব্যবধানে। পুরুষদের ৬৩.৫ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের বক্সার শিবা। সর্বসম্মতভাবে জয় ছিনিয়ে তিনি আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন। মহিলাদের মতো পুরুষদের টেবিল টেনিসেও দাপট দেখাচ্ছে ভারত। ইতিমধ্যেই বার্বাডোজের বিরুদ্ধে এগিয়ে গিয়েছে ২-০ ব্যবধানে। হরমীত দেশাই ও জি সাথিয়ান জুটি প্রথমে ১১-৯, ১১-৯, ১১-৪ গেমে জয় ছিনিয়ে ভারতকে গ্রুপ ৩-এর টিম ম্যাচে এগিয়ে দেন। এরপর ব্যবধান বাড়ান অচন্ত শরথ কমল।

শ্রীহরি সেমিফাইনালে

সাঁতারে সজন প্রকাশ ৫০ মিটার বাটারফ্লাই হিটে অষ্টম হয়ে পরের পর্বে যেতে পারেননি। তবে সেমিফাইনালে পৌঁছে পদকের আশা জিইয়ে রাখলেন শ্রীহরি নটরাজ। ১০০ মিটার ব্যাকস্ট্রোক সেমিফাইনালে উঠেছেন তিনি।

সাইক্লিংয়ে পদক অধরা

সাইক্লিংয়ে পদক অধরা

পুরুষদের চার হাজার মিটার টিম পারস্যুট সাইক্লিংয়ে ভারত নিজেদের গ্রুপে শেষ স্থানটি পেয়েছে। ফলে পদকের রাউন্ডে পৌঁছাতে পারেনি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সোনার লড়াইয়ে নামবে। ব্রোঞ্জের জন্য লড়াই অস্ট্রেলিয়া ও ওয়েলসের। সাইক্লিংয়ে মহিলাদের টিম স্প্রিন্টে ময়ূরী, ত্রিয়াশা, শুশীকলা যোগ্যতা অর্জন পর্বে ৫১.৪৩৩ মিটার সময় করেছেন।

প্রথম সোনা

এবারের কমনওয়েলথ গেমসে প্রথম সোনাটি জিতেছেন ইংল্যান্ডের অ্যালেক্স ই। ট্রায়াথলনে পুরুষদের ব্যক্তিগত স্প্রিন্ট ডিসট্যান্সে। এই ইভেন্টে ভারতের আদর্শ এমএস ও বিশ্বনাথ যাদব যথাক্রমে ৩০ ও ৩৩ নম্বরে শেষ করেছেন।

English summary
Commonwealth Games 2022 England's Alex Yee Wins First Gold Medal. India Women Set The Target Of 155 Runs For Australia Women.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X