For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেজিংয়ে বাখের সঙ্গে দেখা করলেন জিনপিং! শীতকালীন অলিম্পিকে নিভৃতবাসের কঠোর নির্দেশিকা চিনের

  • |
Google Oneindia Bengali News

প্রায় ২ বছর পর কোনও বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাত করলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। ২০২০ সালের মার্চে তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির সঙ্গে বেজিংয়ে বৈঠক করেছিলেন। এরপর করোনা পরিস্থিতিতে কারও সঙ্গে দেখা করেননি। বৈঠক করেছেন ফোনে বা ভার্চুয়ালে। অবশেষে জিনপিং সেই ধারা ভেঙে এদিন বৈঠক করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখের সঙ্গে।

বেজিংয়ে বাখের সঙ্গে সাক্ষাত জিনপিংয়ের, শীতকালীন অলিম্পিকে নিভৃতবাসের কঠোর নির্দেশিকা চিনের

৪ ফেব্রুয়ারি শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। তার আগে বেজিংয়ে পৌঁছে গিয়েছেন বাখ। তিনদিন নিভৃতবাসে কাটিয়েছেন শনিবার সেই দেশে পৌঁছানোর পর। জিনহুয়া নিউজ এজেন্সির তরফে এদিন বাখের সঙ্গে শীতকালীন অলিম্পিক নিয়ে জিনপিংয়ের বৈঠকের কথা জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান-সহ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা কোনও দূত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে। রাশিয়া, পোল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা থাকবেন। তবে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকের মতো দেশ কূটনৈতিক বয়কটের পথে হেঁটেছে।

বেজিংয়ে বাখের সঙ্গে সাক্ষাত জিনপিংয়ের, শীতকালীন অলিম্পিকে নিভৃতবাসের কঠোর নির্দেশিকা চিনের

করোনা ছড়িয়ে পড়ার পর থেকে চিনে কঠোর বিধিনিষেধ জারি। এমনকী অন্য দেশ থেকে কেউ গেলে তাঁদের বেশ কয়েক সপ্তাহে নিভৃতবাসে থাকতে হয়। তবে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে শীতকালীন অলিম্পিকের জন্য। বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের প্রতিযোগীদের ক্লোজড লুপ বাবলে নিয়ে যাওয়া হবে সরাসরি, সেখানে বাইরের কোনও ব্যক্তির কাছাকাছিও পৌঁছাতে পারবেন না প্রতিযোগীরা। আজ অলিম্পিকের ১৫ জন প্রতিযোগীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, চিনে পৌঁছানোর পর সংক্রমিত হয়েছেন এমন সংখ্যা ১২।

বেজিংয়ে বাখের সঙ্গে সাক্ষাত জিনপিংয়ের, শীতকালীন অলিম্পিকে নিভৃতবাসের কঠোর নির্দেশিকা চিনের

বিদেশ থেকে যাঁরা শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বেজিং যাবেন তাঁদের নিভৃতবাস সংক্রান্ত কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে চিনের তরফে। সেই নির্দেশিকায় উল্লেখ রয়েছে, যদি দর্শকাসনে কারও করোনা পজিটিভ ধরা পড়ে তাহলে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে স্বাস্থ্য বিভাগ চিহ্নিত করবে এবং তাঁদের চিকিৎসকদের পর্যবেক্ষণে ২১ দিন থাকতে হবে। পশ্চিমী দেশগুলির দূতেরা এই নিয়ম মানবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। প্রচণ্ড ঠাণ্ডার কথা মাথায় রেখেও নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। জৈব সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে। যে দূতেরা শীতকালীন অলিম্পিকের সময় চিনে যাবেন তাঁদের ৪৮ ঘণ্টা আগের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট রাখতে হবে। চিনের ভ্যাকসিন নেওয়া থাকলে বুস্টার নিতে হবে। পার্টি বা বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া নিষিদ্ধ। কোভিড পরীক্ষা নিয়মিত চলবে, বিধিনিষেধ মেনে চলতেও বলা হয়েছে।

English summary
Chinese President Xi Jinping Met With IOC President Ahead Of Winter Olympics In Beijing. China Warns Foreign Envoys Attending Beijing Olympics Opening Of 21 Days Of Possible Quarantine.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X