For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব ব্যাডমিন্টনে মিশ্র দিন ভারতের! জয় লক্ষ্য, শ্রীকান্ত ও প্রণয়ের, ডাবলসের দ্বিতীয় রাউন্ডে অশ্বিনীরা

Google Oneindia Bengali News

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (BWF World Championships)-এর প্রথম দিনে মিশ্র ফল ভারতের। পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, এইচএস প্রণয় দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেও বিদায় নিলেন বি সাই প্রণীথ। মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে হেরে গিয়েছেন মালবিকা বাঁসোড়। মেয়েদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছে অশ্বিনী পোন্নাপ্পা ও এন সিক্কি রেড্ডি জুটি।

অশ্বিনীদের জয়

অশ্বিনীদের জয়

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন অশ্বিনী ও সিক্কি রেড্ডি। মালদ্বীপের আমিনাথ নাবিহা আবদুল রাজ্জাক ও ফথিমাথ নাবাহা আবদুল রাজ্জাক জুটিকে তাঁরা হারালেন ২১-৭, ২১-৯ ব্যবধানে। যদিও দ্বিতীয় রাউন্ডে অশ্বিনীদের কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে। মহিলাদের ডাবলসের তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ভারতের জুটির প্রতিপক্ষ শীর্ষ বাছাই চিনের চেন কুইং চেন ও জিয়া ই ফান জুটি।

জুটিতে লুটি

জুটিতে লুটি

মিক্সড ডাবলসে তানিশা ক্র্যাস্টো ও ঈশান ভাটনাগর জুটি জয়লাভ করেছে জার্মানির প্যাট্রিক শেইল ও ফ্রাঞ্জিসকা ভলকমানের। ২৯ মিনিটেই ভারতীয় জুটি জয় ছিনিয়ে নিয়েছে ২১-১৩, ২১-১৩ ব্যবধানে। পরের রাউন্ডে তাঁদের প্রতিপক্ষ চতুর্দশ বাছাই তাইল্যান্ডের সুপাক জমকোহ ও সুপিসারা পেওসাম্প্রান জুটি। তবে পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডেই হেরে গিয়েছে বি সুমিত রেড্ডি-মানু আটরি জুটি। রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে এমআর অর্জুন ও ধ্রুব কাপিলার জুটি। খেলার ফল ২১-১৭, ১৭-২১, ২২-২০।

পুরুষদের সিঙ্গলসে

পুরুষদের সিঙ্গলসে ভারতের পদক জয়ের সবচেয়ে বড় দাবিদার নবম বাছাই লক্ষ্য সেন। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ২০ বছরের লক্ষ্য গত বছর বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন। আজ তিনি জিতলেন ডেনমার্কের হ্যান্স ক্রিস্টিয়ান সলবার্গকে। খেলার ফল ২১-১২, ২১-১১। দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য খেলবেন অবাছাই লুই এনরিকে পেনালভেরের বিরুদ্ধে। দুরন্ত ফর্মে থাকা এইচ এস প্রণয় জয় পেয়েছেন অস্ট্রিয়ার লুকা র‍্যাবারকে। তাঁর জয়ের ব্যবধান ২১-১২, ২১-১১। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই জাপানের কেন্তো মোমোতা। কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ী কিদাম্বি শ্রীকান্ত গত বছর বিশ্ব ব্যাডমিন্টনে রুপো জেতেন। এবার প্রথম রাউন্ডে তিনি হারালেন আয়ারল্যান্ডের নাহাত নগুয়েনকে। খেলার ফল ২২-২০, ২১-১৯। পরের রাউন্ডে দ্বাদশ বাছাই শ্রীকান্তের সামনে চিনের ঝাও জুন পেং।

প্রথমেই বিদায়

প্রথমেই বিদায়

পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বি সাই প্রণীথ। ২০১৯ সালে বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জজয়ী প্রণীথ এদিন তিন গেমের লড়াইয়ে পরাস্ত হলেন চতুর্থ বাছাই তাইওয়ানের চেন তিয়েন চৌয়ের কাছে। খেলার ফল ২১-১৫, ১৫-২১, ২১-১৫। মহিলাদের সিঙ্গলসে হেরে গিয়েছেন মালবিকা বাঁসোড়। প্রথম রাউন্ডের ম্যাচে তাঁকে হারিয়ে দেন ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেন। মালবিকার পরাজয়ের ব্যবধান ১৪-২১, ১২-২১।

ভাইচুং ভুটিয়া সুপ্রিম কোর্টের পদক্ষেপকে স্বাগত জানালেন, তবে ভবিষ্যতে চান ফুটবলারদের ভোটাধিকারভাইচুং ভুটিয়া সুপ্রিম কোর্টের পদক্ষেপকে স্বাগত জানালেন, তবে ভবিষ্যতে চান ফুটবলারদের ভোটাধিকার

English summary
BWF World Championships: Lakshya Sen, Kidambi Srikanth, HS Prannoy Secure Win, Sai Praneeth And Malavika Bansod Out. Ashwini Ponnappa And N Sikki Reddy Progressed To The Women's Doubles Second Round.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X