For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রো কবাডিতে জয়পুরের কাছে পাটনা পাইরেটস বেলাইন, গুজরাট-বধে শীর্ষে বেঙ্গালুরু বুলস

  • |
Google Oneindia Bengali News

প্রো কবাডিতে ফের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রদবদল। আজ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে জিতলেই পয়েন্ট তালিকায় ১ নম্বর জায়গাটি ধরে রাখতে পারত পাটনা পাইরেটস। কিন্তু সব হিসেব ওলটপালট হয়ে গেল জয়পুর পিঙ্ক প্যান্থার্স জিততেই। এরপরই গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিয়ে শীর্ষস্থানের দখল নিল বেঙ্গালুরু বুলস।

 পাটনা পাইরেটস বেলাইন, গুজরাট-বধে শীর্ষে বেঙ্গালুরু বুলস

(ছবি- প্রো কবাডি টুইটার)

বেঙ্গালুরু বুলস গুজরাট জায়ান্টসে হারিয়েছে ৪৬-৩৭ ব্যবধানে। অধিনায়ক রেইডার পবন শেরাওয়াত দুরন্ত ফর্ম অব্যাহত রেখে একাই ১৯ পয়েন্ট নিশ্চিত করেছেন, ভরতের ঝুলিতে ৯ পয়েন্ট। ডিফেন্ডার সৌরভ নান্দাল ৩ ও আমন ২ ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেন। গুজরাট জায়ান্টসের রেইডার রাকেশ ১৪ পয়েন্ট আদায় করতে সক্ষম হলেও বেঙ্গালুরুর দাপুটে জয় ঠেকানো যায়নি।

এদিনের অপর ম্যাচে শীর্ষে থাকা পাটনা পাইরেটসকে হারিয়ে চমক দিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। খেলার ফল ৩৮-২৮। অলরাউন্ডার দীপক হুডা ১০ ও রেইডার অর্জুন দেশওয়াল ৯ পয়েন্ট নিশ্চিত করেন। পাটনার রেইডার মনু গোয়াত ৭ ও অধিনায়ক প্রশান্ত কুমার ৬-এর বেশি পয়েন্ট আদায় করতে পারেননি।

কাল প্রো কবাডিতে রয়েছে ট্রিপল পাঙ্গা। দাবাং দিল্লি কেসির বিরুদ্ধে খেলবে হরিয়ানা স্টিলার্স। ইউপি যোদ্ধার সামনে তেলুগু টাইটান্স, ইউ মুম্বা খেলবে বেঙ্গল ওয়ারিয়র্সের বিরুদ্ধে। ১০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে প্রো কবাডির পয়েন্ট তালিকার ১ নম্বরে বেঙ্গালুরু বুলস। ৯ ম্যাচে পাটনা পাইরেটসের ঝুলিতে ৩৪ পয়েন্ট। ৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে দাবাং দিল্লি। পাঁচে রয়েছে তামিল থালাইভাস, ছয়ে ইউ মুম্বা। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রইল গুজরাট জায়ান্টস। পয়েন্ট তালিকার প্রথম ৬টি দল প্লে অফে যাবে।

English summary
Bengaluru Bulls Beat Gujarat Giants To Claim The Top Spot In PKL Points Table. Patna Pirates Was Defeated By Jaipur Pink Panthers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X