For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণের জেরে দিল্লি থেকে দুবাই সরল এশিয়ান বক্সিং, চিন্তায় হিমা দাসরাও

Google Oneindia Bengali News

ভারতে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে টি ২০ বিশ্বকাপ সরতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। এমন জল্পনার মধ্যেই একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা ভারত থেকে সরে গেল দুবাইয়ে।

করোনা সংক্রমণের জেরে দিল্লি থেকে দুবাই সরল এশিয়ান বক্সিং, চিন্তায় হিমা দাসরাও

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর বসার কথা ছিল দিল্লিতে। রাজধানীর ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে মে মাসের ২১ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রতিযোগিতাটি চলার কথা ছিল। যদিও তা আজই দুবাইয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে ভারতে আসার বিষয়ে যে বিধিনিষেধ জারি হয়েছে বা আগামী দিনে আরও হতে পারে, এমনকী কিছু দেশের সঙ্গে ভারতের বিমান চলাচল বন্ধও হয়েছে, সে সব কথা মাথায় রেখেই এশিয়ান বক্সিং কনফেডারেশনের সঙ্গে আলোচনা করেই এই পদক্ষেপ। পুরুষ ও মহিলা বক্সারদের নিয়ে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ দুবাইতেই অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরশাহী বক্সিং ফেডারেশনের সঙ্গে যৌথভাবে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া এই প্রতিযোগিতাটি আয়োজন করবে।

বিএফএ-র প্রেসিডেন্ট অজয় সিং বলেন, এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। তবে না নিয়েও উপায় ছিল না। আমরা দিল্লিতে এই প্রতিযোগিতাটি আয়োজন করতে তৈরি হচ্ছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সরাতে বাধ্য হলাম। বক্সারদের সুরক্ষার বিষয়টিকে আগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, ২১ মে শুরু হলেও দুবাইয়ে প্রতিযোগিতাটি চলবে ১ জুন অবধি। এমসি মেরি কম ৫১ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ভারতের পুরুষ বক্সারদের নাম এখনও ঘোষণা করা হয়নি।

করোনা সংক্রমণের জেরে দিল্লি থেকে দুবাই সরল এশিয়ান বক্সিং

এদিকে, মে মাসের ১ ও ২ তারিখ পোল্যান্ডে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রিলে। টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনে এই প্রতিযোগিতার দিকে তাকিয়ে হিমা দাস, দ্যুতি চাঁদের মতো তারকা অ্যাথলিটরা। পোল্যান্ডের সঙ্গে ভারতের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ নেই। আমস্টারডাম হয়ে যেতে হতো ভারতীয় অ্যাথলিটদের। কিন্তু ডাচ সরকার ভারতের সঙ্গে বিমান যোগাযোগ করোনা পরিস্থিতিতে বন্ধ করে দেওয়ায় চিন্তায় পড়েছেন হিমা, দ্যুতিরা। অন্য কোনও ইউরোপীয় দেশের বিমানে চড়িয়ে ফোর ইনটু ফোর হান্ড্রেড রিলেতে অংশগ্রহণকারী ভারতের পুরুষ ও মহিলা অ্যাথলিটদের পোল্যান্ডে পাঠানোর চেষ্টা চালাচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া।

English summary
Asian Boxing Championship which was scheduled to be held in Delhi moved to Dubai because of COVID-19 crisis. The tournament was to be held at the Indira Gandhi Indoor Stadium from May 21 to 31.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X