For Quick Alerts
For Daily Alerts
স্বামী সার্জিও রোমেরোকে রিহানার হাতে সঁপতে রাজি স্ত্রী, শর্ত শুধু জিততে হবে ফাইনালে

তৃতীয়বারের জন্য আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে জার্মানি। রোমেরোর স্ত্রী এলিনা গুয়েরসিও পেশায় মডেল-অভিনেত্রী। রবিবার খেলাচলাকালীন টুইটারে তিনি টুইট করে বলেন, পপ সিঙ্গার রিহানার সঙ্গে এক সপ্তাহ কাটানোর জন্য স্বাধীন রোমেরো।
কিন্তু হঠাৎ রিহানাই কেন? আসলে, ২৬ বছর বয়সী সুপার পপস্টার রিহানা টুইট করে জানান, তিনি রোমেরোতে সেমিফাইনালে যেভাবে ডাচ খেলায়াড়দের প্রতিরোধ করলেন, এবং একাই আর্জেন্টিনাকে পঞ্চমবারের ফাইনালে নিয়ে গেলেন তার জন্য রোমেরোর প্রশংসা করেন রিহানা। আর রিহানার এই টুইটের পরেই এলিনা টুইট করে জানান, আর্জেন্টিনা যদি যেতে তাহলে রিহানার সঙ্গে তাঁর বড় রোমেরা যদি ১ সপ্তাহের ছুটি কাটান তাহলে তাঁর কোনও আপত্তি নেই তাতে।