For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুঁসছে সমুদ্র, গার্ডওয়াল টপকে জল ঢুকছে দিঘাতে, ভাসছে মন্দারমণিও! জারি করা হয়েছে চরম সতর্কতা

উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। আর সেটি আগামী ১২ ঘন্টায় উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের ওপরে অবস্থান করবে। আর এই কারণে সমুদ্র উত্তাল থাকবে। ১৪ সেপ্টেম্বর পর্যন

  • |
Google Oneindia Bengali News

উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। আর সেটি আগামী ১২ ঘন্টায় উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের ওপরে অবস্থান করবে।

আর এই কারণে সমুদ্র উত্তাল থাকবে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। যারা এই মুহূর্তে সমুদ্রে গিয়েছেন তাঁদেরও দ্রুত ফিরে আসার কথা বলা হয়েছে।

পাশাপাশি হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফে এই বার্তা পাওয়ার পরেই উপকূলবর্তী এলাকাতে প্রশাসনের তরফে উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে।

উত্তাল দিঘার সমুদ্র।

উত্তাল দিঘার সমুদ্র।

অন্যদিকে গভীর নিম্নচাপের কারনে উত্তাল দিঘার সমুদ্র। গার্ডওয়াল টপকে একেবারে জল ঢুকতে শুরু করেছে। প্রবল জলোচ্ছ্বাসের কারনে ভেসে যাচ্ছে দিঘার বিস্তীর্ণ অঞ্চল। ঝোড়ো হাওয়ার দাপটে উত্তাল হয়েছে সমুদ্র। ইতিমধ্যে দিঘা প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। সৈকতের আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে। আজ রবিবার হওয়াতে পর্যটকদের ভিড় দিঘাতে। কার্যত এমন ছবি দেখে অনেকেই গার্ডওয়ালের সামনে চলে যাচ্ছেন। কিন্তু কাউকে সামনে যেতে দেওয়া হচ্ছে না।

সতর্কতা মন্দারমণিতেও

সতর্কতা মন্দারমণিতেও

হাওয়া অফিসের তরফে সতর্কতা জারি হতেই দিঘার পাশাপাশি শঙ্করপুর, মন্দারমনিতে হাই অ্যালার্ট। সমুদ্রের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। শঙ্করপুরেও একই ছবি। উপকূলবর্তী এলাকা জুড়ে মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। সমুদ্র থেকে দূরত্ব বজায় রাখার কথাও ঘোষণা করা হচ্ছে।

জল ঢুকতে শুরু করেছে গ্রামেও

জল ঢুকতে শুরু করেছে গ্রামেও

গত মাসখানেক আগে আম্ফানের কারনে উপকূলবর্তী এলাকাগুলিতেও ভেঙে পড়ে বাঁধ। গ্রামের পর গ্রাম সাগরের জলে ভেসে যায়। সারাইয়ের কাজ শুরু হলেও এখনও বহু জায়গাতে বাঁধ ভাঙা অবস্থাতে রয়েছে। সেই সমস্ত জায়গা থেকে সমুদ্রের জল গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছে বলে খবর। যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও হাওড়া ও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

এছাড়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত দিন পাঁচেক দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

English summary
Sea is roaring warning in digha and mandarmani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X