For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'২ মে লোকেরা দিদিকে দরজা দেখাবে', অধিকারী গড়ে দাঁড়িয়ে হুঙ্কার মোদীর

২৭ মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। জোরদার লড়াই। তার আগে আজ বুধবার নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদী।বাংলার ঘরে ঘরে কোনায় কোনায় একটায় আওয়াজ ২ মে দিদি যাচ্ছে

  • |
Google Oneindia Bengali News

২৭ মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। জোরদার লড়াই। তার আগে আজ বুধবার নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদী।

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় যোগ দেন তিনি। মঞ্চের একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে শিশির অধিকারী। এর আগে রবিবার বাঁকুড়ায় প্রচার করেন প্রধানমন্ত্রী। এই নিয়ে পঞ্চমবার বাংলায় নির্বাচনী প্রচারে এলেন নরেন্দ্র মোদী। মেদিনীপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভাইপো বলেও অভিষেককে তীব্র আক্রমণ শানান তিনি।

আমফান কেলেঙ্কারি নিয়ে তীব্র আক্রমণ

আমফান কেলেঙ্কারি নিয়ে তীব্র আক্রমণ

আমফান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, দিদি এখনও তাঁদের কাছে জবাব দিতে পারেননি, যাঁদের ঘর বাড়ি শেষ হয়ে গিয়েছিল আমফানে। তার পর তাঁদের জন্য যে অনুদান পাঠানো হয়েছিল, সেটা ভাইপো উইন্ডোতে আটকে গিয়েছিল। শুভেন্দুকে পাশে রেখেই মমতাকে তীব্র আক্রমণ মোদীর। তিনি বলেন, আজ বাংলা প্রশ্ন করছে, আমফানের টাকা, চাল কে লুটে নিল। ক্ষতিগ্রস্তরা এখনও কেন ভাঙাচোরা ঘরে বসবাস করছেন। যখন প্রয়োজন, তখন দিদি দেখেন না। আর ভোট আসলে উনি বলেন, দুয়ারে সরকার। এটাই আপনার খেলা। পশ্চিমবঙ্গের শিশুরা পর্যন্ত আপনার খেলা বুঝে গিয়েছে। এই জন্যই ২ মে দিদিকে দুয়ার দেখিয়ে দেবে। মানুষ আপনাকে দরজা দেখিয়ে দেবে।

কাটমানি বন্ধ করবে বিজেপি

কাটমানি বন্ধ করবে বিজেপি

কাটমানি-সিন্ডিকেট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। বলেন, হলদিয়ার কি অবস্থা। সিন্ডিকেট, কাটমানি হলদিয়াকে শেষ করে দিয়েছে। কিন্তু এবার বিকাশ হবে। হলদিয়া জুড়ে বিকাশ করা হবে। উন্নয়ন হবে মৎস্যজীবীদের। মোদী বলেন, রাজ্যে সমস্ত প্রকল্পে কাটমানি বন্ধ করবে বিজেপি। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে বিজেপি। মাঝখানে দালাল, ফড়ে কেউ থাকবে না। কোনও তোলাবাজি থাকবে না। করোনার সময় মহিলাদের আর্থিক সাহায্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে।

বাংলার মানুষ কেন্দ্রের সুবিধা পাচ্ছেন না

বাংলার মানুষ কেন্দ্রের সুবিধা পাচ্ছেন না

বাংলার মানুষ কেন্দ্রের সুবিধা পাচ্ছে না। এখানকার কৃষকরা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না। বিজেপি বাংলায় সরকার গঠন করার পরেই পিএম কিষাণের সুবিধা পাবেন। মিটিয়ে দেওয়া হবে বকেয়া টাকা। কেন্দ্রের বিজেপি সরকার বাড়ি বাড়ি শৌচালয় দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, গ্যাস দিয়েছে। জল দেওয়ার জন্য 'ঘর ঘর জল' প্রকল্পের কাজ করছে। কিন্তু এখানকার সরকার সে সব করতেই দিচ্ছে না। তৃণমূল সরকারের আপনাদের জন্য কোনও চিন্তা নেই। তবে বিজেপি সরকার তৈরি করলেই সমস্ত সুবিধা পাবেন।

মানুষের মনের কথা রয়েছে ইস্তেহারে

মানুষের মনের কথা রয়েছে ইস্তেহারে

বাংলায় বিজেপির ইস্তাহারও প্রকাশিত হয়েছে। এখানকার বিজেপি নেতাদের তার জন্য ধন্যবাদ জানাই। এখানকার মানুষের মনের কথাই ইস্তাহারে প্রকাশিত হয়েছে। মোদী বলেন, মেদিনীপুর ভারতের কৃষিতে অনেক বড় স্থান নিয়ে আছে। এখানে চিংড়ির অত্য়াধুনিক চাষ হচ্ছে। কিন্তু দিদি এখানে কৃষকদের ফুড প্রসেসিং, কোল্ড স্টোরেজের সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন। বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পরেই মেদিনীপুর জুড়ে ব্যাপক উন্নয়ন। পর্যটন ব্যবস্থা থেকে মৎস্যজীবীদের জন্যে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হবে।

কর্মসংস্থানের দিশা দেখালেন মোদী

কর্মসংস্থানের দিশা দেখালেন মোদী

মেদিনীপুরে দাঁড়িয়ে কর্মসংস্থানের দিশা দেখালেন মোদী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পেটুয়াঘাট বন্দরকে আধুনিকীকরণের প্রক্রিয়া শুরু করেছে। এতে এখানকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ মিলবে। আপনাদের যে উপকূল রয়েছে, তাতে আপনাদের জন্য বিরাট সম্ভাবনা রয়েছে। কেন্দ্র সরকার নানা প্রকল্পের মাধ্যমে পর্যটনের প্রসার ঘটাচ্ছে। আর এর লাভ মেদিনীপুরের মানুষ পাবেন। এখানকার প্রতিটি নাগরিক তার সুবিধা পাবেন।

ডেবরায় হুমায়ুন কবীরের সমর্থনে প্রচারে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানডেবরায় হুমায়ুন কবীরের সমর্থনে প্রচারে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান

English summary
pm modi election campaign at kanthi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X