For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Suvendu Adhikari: শুভেন্দুর গড়ে ফের বাম-রাম জোটে ধাক্কা, পটাশপুরে সমবায় সমিতির নির্বাচনে জয় শাসক দলের

Suvendu Adhikari: শুেভন্দুর গড়ে ফের বাম-রাম জোটে ধাক্কা, পটাশপুরে সমবায় সমিতির নির্বাচনে জয় শাসক দলের

Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই প্রকাশ্য জনসভায় বামেদের সমর্থনে কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অদিকারী। তারপরেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। সেই শুভেন্দু অধিকারীর গড়েই একের পর এক জায়গায় সমবায় সমিতির নির্বাচনে ধাক্কা খাচ্ছে রাম-বাম জোট। এগরার পর এবার পটাশপুরে সমবায় সমিতির নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে বাম-রাম জোটকে। সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

পটাশপুরে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল

পটাশপুরে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল

পূর্বমেদিনীপুরে একের পর ধাক্কা গেরুয়া শিবিরে। পঞ্চায়েত ভোটের আগে সমবায় সমিতির নির্বাচনে একের পর এক জায়গায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এগরার পর এবার পটাশপুরে পল্লিশ্রী সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। পটাশপুরেও নন্দকুমার মডেল মেনেই বাম-রাম জোটে ভোট হয়েছিল। কিন্তু ডাঁহা ফেল করেছে নন্দকুমার মডেল। ১৪টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

ডাঁহা ফেল নন্দকুমার মডেল

ডাঁহা ফেল নন্দকুমার মডেল

নন্দকুমার মডেলে সাফল্য এসেছিল গেরুয়া শিবিরে। বামেরাও ধীরে ধীরে জায়গা পেতে শুরু করেছিলেন। নন্দকুমার মডেলে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় সাফল্য পেেয়ছিল বিরোধীরা। কিন্তু সেই নন্দকুমার মডেল কিন্তু গত কয়েকটি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হননি। তার জেরে ধাক্কা খেতে শুরু করেছে নন্দকুমার মডেল। বাম-বিজেপি জোট নিয়ে আলিমুদ্দিনও কড়া বার্তা দিয়েছিল জেলার নেতাদের। কোনও বাবেই বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়া যাবে না বলে বার্তা দিয়েছিল তারা তাতে ধাক্কা খেতে শুরু করেছে নন্দ কুমার মডেল। পটাশপুরে ১৪টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। বাকি ১০টি আসনে ভোট হয়। ১০টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

শুভেন্দুর ইঙ্গিত পূর্ণ বার্তা

শুভেন্দুর ইঙ্গিত পূর্ণ বার্তা

শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন প্রকাশ্য জনসভায়। তিনি দাবি করেছিলেন একুশের বিধানসভা ভোটে বামেরা অনেকেই ভোট দিয়েছে বিজেপিকে। সব বাম নেতাই খারাপ নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। তারপরেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। তাহলে কি বাম-রাম জোটে সিলমোহর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করে নিয়েছে বিজেপি বামেদের সঙ্গে গোপন আঁতাত করে লড়ছে।

কড়া বার্তা আলিমুদ্দিনের

কড়া বার্তা আলিমুদ্দিনের

শুভেন্দু অধিকারীর বামেদের ভোট দেওয়ার মন্তব্যের পর সতর্ক হয়েছিল আলিমুদ্দিন। দলের নীচু তলার কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন তিনি। কোনও ভাবেই যে জেলা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কিছু করা যাবে না তার বার্তা দিয়েছে আলিমুদ্দিন। বামেদের ভোট পাওয়ার জন্য শুভেন্দু অধিকারী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বাম নেতারা। সেকারণেই বারবার বাম-রাম জোটের দিকে ইঙ্গিত দিচ্ছে বিজেপি।

দার্জিলিং-ও কি জোশীমঠের মতই ধসে পড়ছে? ভয় ধরাচ্ছে একাধিক বাড়িতে ফাটলদার্জিলিং-ও কি জোশীমঠের মতই ধসে পড়ছে? ভয় ধরাচ্ছে একাধিক বাড়িতে ফাটল

English summary
TMC win in Patashpur co-operative election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X