স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন পত্র উদ্ধার নর্দমা থেকে, চাঞ্চল্য শুভেন্দু-গড় মহিষাদলে
নর্দমা থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন পত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের নর্দমা থেকে উদ্ধার হয় গুচ্ছ গুচ্ছ স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন পত্র। এদিন প্রশাসনিক নির্দেশ মতো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার স্থানীয়দের দাবি, বেশির ভাগ ফর্মেই রামনগর ১ নং ব্লকের ঠিকানা আছে। এতেই প্রশ্ন উঠছে, এই ফর্ম গুলি যাদের তারা এবার কী করে ওই কার্ড পাবে !
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী। তৃণমূল নেতৃত্ব এবার এই প্রকল্পকে হাতিয়ার করেই ভোটে যেতে চাইছে। অন্যদিকে, বিজেপির অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড ভোটের আগে ভাওতা, নার্সিংহোমগুলি তা নিচ্ছে না। বিজেপির কটাক্ষ ওটা তৃণমূলের 'ভোটসাথী' কার্ড। এই অবস্থায় নর্দমা থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন পত্র উদ্ধারকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
তৃণমূলের দাবি এটা বিজেপির চক্রান্ত। তবে বিজেপি বলছে, এই প্রকল্পের নামে যে ভাওতাবাজি চলছে এটা তার প্রমাণ।
মতুয়া-ভোটের লক্ষ্যে বিজেপির নাগরিক-তাস বুমেরাং হবে, ভোটবাক্সেই জবাব জ্যোতিপ্রিয়র