For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে পারিবারিক আদালত না থাকায় বিস্মিত কলকাতা হাইকোর্ট

রাজ্যে কোনও ফ্যামিলি কোর্ট নেই কেন? নিজের ছেলেকে দেখতে চেয়ে এক বাবার দায়ের করা মামলায় সোমবার এই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে কোনও ফ্যামিলি কোর্ট নেই কেন? নিজের ছেলেকে দেখতে চেয়ে এক বাবার দায়ের করা মামলায় সোমবার এই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

রাজ্যে পারিবারিক আদালত না থাকায় বিস্মিত কলকাতা হাইকোর্ট

মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বিস্ময় প্রকাশ করে আরও মন্তব্য করে, 'এরাজ্যে এত পারিবারিক বিবাদ সংক্রান্ত মামলা দায়ের হয়, যেগুলো ফ্যামিলি কোর্ট থাকলে দ্রুত নিষ্পত্তি হতে পারে। অন্যান্য রাজ্যে নির্দিষ্ট সংখ্যক ফ্যামিলি কোর্ট থাকলেও, এ রাজ্য তার ব্যতিক্রম কেন? প্রশ্ন বিচারপতিদ্বয়ের।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি পারিবারিক মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী শুভাশিস দাশগুপ্ত জানান, হাওড়ার বাসিন্দা পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয় এক স্কুল শিক্ষিকার। কিন্তু পারিবারিক অশান্তির কারণে এখন আর তারা এক সঙ্গে থাকেন না। তাদের বিবাহ বিচ্ছেদের মামলাও বিচারাধীন রয়েছে নিম্ন আদালতে।

তিনি আরও জানান, ২০১৭ সাল থেকে ঘর ছাড়া ওই ব্যক্তি। বাড়ির লোন তিনি মেটাচ্ছেন, তার সত্বেও এত বছর ধরে নিজেকে ছেলেকে দেখতে পাচ্ছেন না তিনি। তাই ছেলেকে দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

এই মামলাতেই এমন মন্তব্য করে রাজ্যের আইনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার নিষ্পত্তির জন্য জেলা আদালতকে এক মাস সময় দেয়। পাশাপাশি, মামলাকারীকেও হাওড়া জেলা আদালতে গিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে মামলা দায়ের করতে বলে।

আদালত সূত্রের খবর, আমাদের রাজ্যে শুধুমাত্র কলকাতা নগর দায়রা আদালতেই ফ্যামিলি কোর্ট বা পারিবারিক আদালত রয়েছে। বাকি কোনও জেলাতেই ফ্যামিলি কোর্ট নেই। সেক্ষেত্রে শুধুমাত্র কলকাতার মামলার ক্ষেত্রে ফ্যামিলি কোর্টে মামলা দায়েরের সুযোগ রয়েছে। বাকি জেলার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে রাজ্যবাসী। ফলে পারিবারিক মামলার নিষ্পত্তিও হচ্ছে ধীর গতিতে।

English summary
Why there is no Family court in Bengal, asks Chief Justice of Kolkata High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X