For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারপতি মান্থা'র বাড়ি-আদালত চত্বরে পোস্টার দিল কে? স্ট্যাটাস রিপোর্ট চেয়ে জানতে চাইল হাইকোর্ট

বিচারপতি রাজাশেখর মান্থা'র বাড়ি এবং আদালত চত্বরে পোস্টার দিল কে? ঘটনার প্রায় ১০ দিন কেটে গেলেও এখনও তা স্পষ্ট নয়। শুধু তাই নয়, ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারও করা হয়নি।

  • |
Google Oneindia Bengali News

বিচারপতি রাজাশেখর মান্থা'র বাড়ি এবং আদালত চত্বরে পোস্টার দিল কে? ঘটনার প্রায় ১০ দিন কেটে গেলেও এখনও তা স্পষ্ট নয়। শুধু তাই নয়, ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারও করা হয়নি।

এবার এই বিষয়ে নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার লাগানোর ঘটনায় রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।

৭ দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট দিতে হবে রাজ্যকে।

৭ দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট দিতে হবে রাজ্যকে।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। আর সেখানেই আদালতের নির্দেশ, ৭ দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। তার পাল্টা হলফনামা দেবেন মামলকারীও। বিচারপতি রাজাশেখর মান্থা'র বাড়ি এবং আদালত চত্বরে

পোস্টার লাগানোর বিরুদ্ধে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জনস্বার্থ একটি মামলা করেন। আর সেই মামলায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী।

তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জানতে চায় হাই কোর্ট।

তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জানতে চায় হাই কোর্ট।

এই বিষয়ে আদালতে মামলার শুনানি হলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়াল, ঘটনার বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনায় কী পদক্ষেপ পুলিশ করেছে তা জানা যায়নি বলে জানান এই আইনজীবী। এমনকি যাঁরা পোস্টার লাগিয়েছে তাঁদের খোঁজার কাজ পুলিশ শুরু করেছে কি না, তা-ও অজানা বলে আদালতকে জানান বিকাশরঞ্জন ভট্টাচার্য। আর

এর পরই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জানতে চায় হাই কোর্ট। আগামী ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। আর এর মধ্যেই পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়েছে। যেখানে বিচারপতি রাজাশেখর মান্থা'র বাড়ি এবং আদালত চত্বরে পোস্টার দিল কে? সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। এছাড়াও কোথা থেকে পোস্টারগুলি ছাপানো হয়েছে তা উল্লেখ করতে বলা হয়েছে। এছাড়াও যাবতীয় তথ্য স্ট্যাটাস রিপোর্ট জানতে চায় হাই কোর্ট।

কড়া নির্দেশ তিন বিচারপতির বেঞ্চের।

কড়া নির্দেশ তিন বিচারপতির বেঞ্চের।

অন্যদিকে বলে রাখা প্রয়োজন, হাইকোর্ট চত্বরে কোনও পোস্টার-প্ল্যাকার্ড-বিক্ষোভ নিয়ে কড়া নির্দেশ তিন বিচারপতির বেঞ্চের। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ সংক্রান্ত আদালত অবমাননার রুল ইস্যু মামলার শুনানি ছিল। সেখানেই এই নির্দেশ দেয় তিন বিচারপতির বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করবেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল, এমনটাই বলা হয়েছে সেই নির্দেশে। তবে এই নির্দেশ দেওয়া হচ্ছে, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত।

তিন বিচারপতির বেঞ্চ নির্দেশে বলেছে, কার নির্দেশে, কে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার দিয়েছে, তা খুঁজে বের করতে হবে কলকাতা পুলিশকে। এব্যাপারে লেক থানা এবং কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
who gave poster in front of justice Mantha's house, high court seeks report of state police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X