For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪২-০ হেরে বিদায় নেবে বিজেপি, বাংলা মাটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি প্রমাণের ডাক শুভেন্দুর

একুশের মঞ্চ থেকে লোকসভায় ৪২-০ করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান সৈনিক শুভেন্দু অধিকারী। ২০১৯-এ দিল্লি দখলের ডাক দিয়ে তিনি বলেন, বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি।

Google Oneindia Bengali News

একুশের মঞ্চ থেকে লোকসভায় ৪২-০ করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান সৈনিক শুভেন্দু অধিকারী। পুরুলিয়ায় অমিত শাহের পাল্টা সভায় যেখানে শেষ করেছিলেন, শনিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে সেখান থেকেই যেন শুরু করলেন পরিবহণমন্ত্রী। ২০১৯-এ দিল্লি দখলের ডাক দিয়ে তিনি বলেন, বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এবার এই ২১শে জুলাইয়ের শপথ আসন্ন লোকসভায় বাংলার বুকে ৪২-০ করা।

৪২-০ হেরে বিদায় নেবে বিজেপি, বাংলা মাটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি প্রমাণের ডাক শুভেন্দুর

এদিন শুভেন্দু বলেন, পঞ্চায়েত নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছিল। তা পারেনি। বলেছিলেন রাজ্যের পুলিশ দিয়ে ভোট হয়েছে বলেই বিপুল জয় পেয়েছে তৃণমূল। কিন্তু তারপর কেন্দ্রীয় বাহিনী দিয়ে মহেশতলায় ভোট হল। সেখানে কী হল। কস্তুরী দাস জিতেছিলেন ১২ হাজার ভোটে। আর দুলাল দাস জিতলেন ৬২ হাজার ভোটে।

শুভেন্দুর কথায়, বাংলার প্রতিটি মানুষের মনে খোদাই হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই নাম মুছে পেলা যাবে না। যাঁকে দিয়েই ভোট করান বাংলার মাটিতে জিতবে তৃণমূলই। আগামী ২০১৯-এও তার প্রতিফন ঘটবে। তিনি বলেন, সিপিএম শেষ হয়ে গিয়েছে। কংগ্রেসও সিপিএমের হাত ধরে শেষের পথ ধরেছে।

বাংলার বুকে সেই শূন্যস্থানে নতুন এক পার্টির উদ্ভব হয়েছে। সেই পার্টির অস্তিত্বও শেষ হয়ে যাবে ২০১৯-এ। ২০১৯-এ বিজেপি ফিনিশ। বাংলার বুকে আসন্ন লোকসভায় ৪২-০ করে আমরা বিজেপিকে বিদায় জানাব। এই ২১ জুলাই থেকে বিজেপি হটাওয়ের ডাক উঠে গেল। বিজেপি হটাওয়ের ডাক দিল ২১ জুলাই। শুভেন্দুর সুরে সুর মিলিয়ে আওয়াজ উঠল ধর্মতলায়।

English summary
TMC minister Subhendu Adhikari claims 42-0 results in Loksabha Election 2019. He gives message to BJP of finish in 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X