For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান, মল সব খোলা বন্ধ কেবল দুর্গাপুজো, ফিরহাদের প্রতিক্রিয়ায় কিসের ইঙ্গিত

রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান, মল সব খোলা বন্ধ কেবল দুর্গাপুজো, ফিরহাদের প্রতিক্রিয়ায় কিসের ইঙ্গিত

Google Oneindia Bengali News

দুর্গাপুজোর রায়ে কিছুটা রাশ আলগা করেছে কলকাতা হাইকোর্ট। কিন্ত মণ্ডপে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন
রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান, মল সব খোলা রয়েছে কোবল মাত্র দুর্গাপুজোই বন্ধ করা হচ্ছে।

পুজো রায়ে কিছুটা ছাড়

পুজো রায়ে কিছুটা ছাড়

ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের পুনর্বিবেচনার আর্জির পর কিছুটা ছাড় মিলেছে দুর্গাপুজো। নো এন্ট্রি জোনে ঢাকিদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। পুজো মণ্ডপেও থাকার জন্য লোক সংখ্যা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে সিঁদুর খেলা, দর্শকদের প্রবেশে এখনও অনুমতি দেওয়া হয় নি। সেই আগের রায়ই বহাল রেখেছে হাইকোর্ট।

ফিরহাদের প্রতিক্রিয়া

ফিরহাদের প্রতিক্রিয়া

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই রায় শোনার পর বলেন, রাজ্যের মানু। অবসাদ গ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের অবস্থা আরও খারাপ। তাদের আনন্দ করার জায়গা নেই। আদালতের রায়ের উপর কারোর কিছুই বলার নেই। কিন্তু রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান, মল সব খোলা শুধু মাত্র দুর্গাপুজো বন্ধ।

দর্শকের প্রবেশ নিষেধ

দর্শকের প্রবেশ নিষেধ

পুনর্বিবেচনার আর্জিতেই মণ্ডপে দর্শকদের প্রবেশের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। এবং সিঁদুর খেলারও অনুমতি দেওয়া হয়নি। েবাফার জোনের বাইরে থেকেই ঠাকুর দেখতে হবে দর্শকদের। এদিকে চতুর্থীর সন্ধ্যা থেকেই রাস্তায় মানুষের ঢল নেমেছে শহরে। করোনা উপেক্ষা করেই দুর্গাপুজোর মণ্ডপে ভিড় করছেন তাঁরা।

বাড়ছে করোনা সংক্রম

বাড়ছে করোনা সংক্রম

উৎসবের ভিড় বাড়তে শুরু করায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে রাজ্যে। গতকালই দৈনিক সংক্রমণ ৪০০০ ছাড়িয়েছিল রাজ্যে। সেই সংখ্যা আরও বাড়বে। এই আশঙ্কা করেই রাজ্যের সব হাসপাতালে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

বের হতে চলেছে আইবিপিএস-এর বিজ্ঞপ্তি! ব্যাঙ্কে হাজার হাজার নিয়োগ, আবেদন শুরু ২৩ অক্টোবর থেকে বের হতে চলেছে আইবিপিএস-এর বিজ্ঞপ্তি! ব্যাঙ্কে হাজার হাজার নিয়োগ, আবেদন শুরু ২৩ অক্টোবর থেকে

English summary
TMC minister Firhad Hakim on Kolkata High Court Durga Puja verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X