For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরু পাচার কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে শহরের রেস্তোরাঁ–কফিশপ

Google Oneindia Bengali News

বাংলায় গরু পাচার নিয়ে জোরদার তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যেই মূর্শিদাবাদে হানা দিয়ে গরু পাচারের কিংপিন এনামূল হকের বিপুল সম্পত্তির সন্ধান পেয়েছে তারা। এবার সিবিআইয়ের নজরে কলকাতার রেস্তোরাঁ ও কফিশপগুলি।

গরু পাচার কাণ্ডে সিবিআই তদন্ত


ইতিমধ্যেই সিবিআই সল্টলেকে বিএসএফ কর্নেলের বাড়ি সিল করেছে। সিবিআই সূত্রে জানানো হয়েছে যে সীমান্তবর্তী জেলাগুলি দিয়ে বহুদিন ধরে বাংলাদেশে গরু পাচার চলছে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে শহরের রেস্তোরাঁ ও কফি শপগুলি। জানা গিয়েছে মধ্য কলকাতার বেশ কিছু কফিশপে বসেই চলত গরু পাচারের ছক। সেইসব কফিশপে আসতেন মূর্শিদাবাদের এনামুল হক, আনারুল শেখ ও মহম্মদ মোস্তাক।

এ প্রসঙ্গে সিবিআই রেস্তোরাঁর মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। এছাড়াও গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের নজরে রয়েছে সরকারি বেশ কিছু আমলার নাম। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। শুক্রবারই শিলিগুড়িতে এসে বিজেপির সায়ন্তন বসু গরু পাচারের সঙ্গে তৃণমূলের যোগ সাজশ রয়েছে বলে অভিযোগ তুলেছেন।

English summary
Cattle smuggling plot was hatched in Kolkata restaurant-coffee shop, CBI probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X